মেয়ে নয়, সে রাজকন্যা! ফুল, বেলুনে সাজানো অ্যাম্বুল্যান্সে নবজাতিকাকে ঘরে আনলেন বাবা!

Last Updated:
মেয়ের জন্মে আনন্দে আত্মহারা বাবা, রাজকীয় আয়োজনে ফুলে সাজানো অ্যাম্বুল্যান্সে নবজাতিকা কন্যাকে ঘরে আনলেন।
1/5
সিউড়ি হাসপাতাল থেকে পাওয়া খবরেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে মাঠপলশার শেখ সাবের আলীর পরিবারে। মেয়ে হয়েছে! যেন ঘরে লক্ষ্মী পা রেখেছে।
মেয়ে নয় শুধু, সে বাবার চোখের মণি। রাজকন্যা! সিউড়ি হাসপাতাল থেকে পাওয়া খবরেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে মাঠপলশার শেখ সাবের আলীর পরিবারে। মেয়ে হয়েছে! যেন ঘরে লক্ষ্মী পা রেখেছে।
advertisement
2/5
সিউড়ি সদর হাসপাতাল চত্বরে ফুল, ফিতা, বেলুনে সেজে উঠল সেই অ্যাম্বুলেন্স, যা নবজাতিকা কন্যাকে নিয়ে আসবে প্রথম সফরে। এ যেন রাজকন্যার জন্য রাজকীয় বাহন।
সিউড়ি সদর হাসপাতাল চত্বরে ফুল, ফিতা, বেলুনে সেজে উঠল সেই অ্যাম্বুলেন্স, যা নবজাতিকা কন্যাকে নিয়ে আসবে প্রথম সফরে। এ যেন রাজকন্যার জন্য রাজকীয় বাহন।
advertisement
3/5
 "মেয়ে হওয়া মানেই সৌভাগ্য" কন্যাকে কোলে নিয়ে শেখ সাবের আলীর চোখেমুখে অপার ভালবাসা ও গর্বের ঝলক।
"মেয়ে হওয়া মানেই সৌভাগ্য" কন্যাকে কোলে নিয়ে শেখ সাবের আলীর চোখেমুখে অপার ভালবাসা ও গর্বের ঝলক।
advertisement
4/5
খুশিতে সেজে উঠল গোটা পরিবার। নবজাতিকার ঘরে ফেরাকে ঘিরে প্রতিবেশীরাও হলেন সাক্ষী এক বিরল আনন্দ-উৎসবের। সাধারণ এক পরিবারে যেন বসন্ত এসে গেছে।
খুশিতে সেজে উঠল গোটা পরিবার। নবজাতিকার ঘরে ফেরাকে ঘিরে প্রতিবেশীরাও হলেন সাক্ষী এক বিরল আনন্দ-উৎসবের। সাধারণ এক পরিবারে যেন বসন্ত এসে গেছে।
advertisement
5/5
ভালোবাসায় মোড়া প্রথম যাত্রা। ফুলে ঢাকা অ্যাম্বুলেন্স গাড়িতে মায়ের কোলে ফিরছে ছোট্ট অতিথি। এই দৃশ্যই যেন জানান দেয়, মেয়ে জন্ম নয় লজ্জা নয়, গর্বের উৎসব।
ভালবাসায় মোড়া প্রথম যাত্রা।
ফুলে ঢাকা অ্যাম্বুলেন্স গাড়িতে মায়ের কোলে ফিরছে ছোট্ট অতিথি। এই দৃশ্যই যেন জানান দেয়, মেয়ের জন্ম নয় লজ্জা নয়, গর্বের উৎসব। 
advertisement
advertisement
advertisement