Tourism Fair: বর্ধমানে এমন মেলা আগে হয়নি, না গেলে আফসোসে মাথা ঠুকবেন! এমন সুযোগ কিন্তু বারবার আসে না
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
East Bardhaman Tourism Fair: বর্ধমানে চলছে প্রথম বর্ষের পর্যটন মেলা। কলকাতার বাইরে এই প্রথম পর্যটন মেলা অনুষ্ঠিত হচ্ছে বর্ধমান শহরে।
advertisement
advertisement
advertisement
উদ্যোক্তারা বলেন, বর্ধমান পশ্চিমবঙ্গের একটি কমিউনিকেশন হাব। তাই এখানকার স্থানীয় ব্যবসায়ীরা যদি সংগঠিত হয়ে বর্ধমানকে একটি সুপরিচিত পর্যটন কেন্দ্র হিসাবে সকলের সামনে তুলে ধরতে পারেন, সেটা আমাদের বিরাট সাফল্যের হবে। এই মেলার উদ্দেশ্য মূলত বর্ধমান ও বর্ধমানবাসীকে সবদিক দিয়ে পর্যটন শিল্পের সঙ্গে জুড়ে দেওয়া। জেলাকে নিয়ে একটি ট্যুরিজম সার্কিট তৈরিরও চিন্তাভাবনা চলছে।
advertisement
advertisement
এই মেলার মাধ্যমে বর্ধমান শহর ও শহরকেন্দ্রিক যে সমৃদ্ধ ইতিহাস তার একটা সুস্পষ্ট ধারণা পাবেন পর্যটন ব্যবসায়ীরা। এখানকার দর্শনীয় স্থানগুলি যেমন, বর্ধমান রাজবাড়ি, ১০৮ শিব মন্দির, কার্জনগেট, সর্বমঙ্গলা মন্দির, মেঘনাদ সাহা প্লানেটরিয়াম, রমনারবাগান, কমলাকান্ত কালীবাড়ি, কঙ্কালেশ্বরী কালীবাড়ি, শের আফগানের সমাধি সহ নিকটবর্তী বোলপুর নিয়ে যদি একটা ২ রাত্রি/৩ দিনের অথবা ৩ রাত্রি বা ৪ দিনের নির্দিষ্ট কিছু প্যাকেজ করা যায়, তবে অন্য রাজ্য ও জেলার মানুষের ক্ষেত্রেও বর্ধমান ভ্রমণের সুবিধা হয়। সে বিষয়েও একটা প্রস্তাবনা তুলে ধরার চেষ্টা করা হবে এই মেলায়।
advertisement
জেলার পর্যটন ব্যবসায়ী সুজন নন্দী বলেন, বর্ধমান শহর পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহাসিক ও প্রাচীন শহর। এই মেলাতে একদিকে যেমন বর্ধমানের স্থানীয় পর্যটন ব্যবসায়ী অংশগ্রহণ করছেন, তেমনই কলকাতা, উত্তরবঙ্গ, আসাম, আন্দামান ও ভিন রাজ্য থেকেও বিভিন্ন পর্যটন ব্যবসায়ীরাও এসেছেন। এছাড়াও মেলা উপলক্ষে থাকছে বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার। (ছবি ও তথ্য: সায়নী সরকার)









