Business News: পারদ নামল ৮ ডিগ্রিতে, কালনায় হাড়কাঁপানো শীতে লটারি লাগল 'এই' ব্যবসায়ীদের! স্টলে স্টলে চলছে কাড়াকাড়ি

Last Updated:
Business News: কনকনে ঠান্ডায় জনজীবন যখন নাস্তানাবুদ, তখন এই শীতই আশীর্বাদ হয়ে উঠেছে শীতপোশাকের ব্যবসায়ীদের কাছে।
1/5
হাড় কাঁপানো শীতে ফের প্রকৃত অর্থেই পৌষ মাসের আবহ ফিরে এসেছে কালনায়। কনকনে ঠান্ডায় জনজীবন যখন নাস্তানাবুদ, তখন এই শীতই আশীর্বাদ হয়ে উঠেছে শীতপোশাকের ব্যবসায়ীদের কাছে। গত কয়েক বছরে শীতের অনিয়মিত আচরণে যে মরশুমি ব্যবসা প্রায় মুখ থুবড়ে পড়েছিল, এ বছর তার ঘুরে দাঁড়ানোর স্পষ্ট ইঙ্গিত মিলছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
হাড় কাঁপানো শীতে ফের প্রকৃত অর্থেই পৌষ মাসের আবহ ফিরে এসেছে কালনায়। কনকনে ঠান্ডায় জনজীবন যখন নাস্তানাবুদ, তখন এই শীতই আশীর্বাদ হয়ে উঠেছে শীতপোশাকের ব্যবসায়ীদের কাছে। গত কয়েক বছরে শীতের অনিয়মিত আচরণে যে মরশুমি ব্যবসা প্রায় মুখ থুবড়ে পড়েছিল, এ বছর তার ঘুরে দাঁড়ানোর স্পষ্ট ইঙ্গিত মিলছে। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/5
নতুন বছরের শুরুর দিক থেকেই টানা পারদ পতনে কাবু কালনা শহর ও আশপাশের এলাকা। গত দু’-তিন দিন ধরে রাতের তাপমাত্রা আট-নয় ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। সাম্প্রতিক সময়ে এমন ধারাবাহিক শীত এই অঞ্চলে খুব একটা দেখা যায়নি। আগে দু’-একদিন শীত পড়লেও দ্রুত উধাও হয়ে যেত, ফলে শীতপোশাক বের করেও আবার তাড়াতাড়ি তুলে রাখতে হতো। এবছর সেই ছবি বদলেছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
নতুন বছরের শুরুর দিক থেকেই টানা পারদ পতনে কাবু কালনা শহর ও আশপাশের এলাকা। গত দু’-তিন দিন ধরে রাতের তাপমাত্রা আট-নয় ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। সাম্প্রতিক সময়ে এমন ধারাবাহিক শীত এই অঞ্চলে খুব একটা দেখা যায়নি। আগে দু’-একদিন শীত পড়লেও দ্রুত উধাও হয়ে যেত, ফলে শীতপোশাক বের করেও আবার তাড়াতাড়ি তুলে রাখতে হতো। এবছর সেই ছবি বদলেছে।
advertisement
3/5
শীতের এই দাপটে কালনা শহরের চড়কতলা এলাকায় জমজমাট শীতপোশাকের বাজার। বিহারের মুজফ্ফরনগরের বাসিন্দা দুই ভাই মিঠুন ও ময়াঙ্ক সিং এখানে শীতপোশাকের দোকান বসিয়েছেন। তাঁদের কথায়, বছরের শুরু থেকেই ঠান্ডা পড়ায় ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। ৩৫০ টাকা থেকে শুরু করে ১১০০ টাকা দামের সোয়েটার, কার্ডিগান, জ্যাকেট ও চাদরের বিক্রি ভাল হচ্ছে বলে জানান তাঁরা।
শীতের এই দাপটে কালনা শহরের চড়কতলা এলাকায় জমজমাট শীতপোশাকের বাজার। বিহারের মুজফ্ফরনগরের বাসিন্দা দুই ভাই মিঠুন ও ময়াঙ্ক সিং এখানে শীতপোশাকের দোকান বসিয়েছেন। তাঁদের কথায়, বছরের শুরু থেকেই ঠান্ডা পড়ায় ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। ৩৫০ টাকা থেকে শুরু করে ১১০০ টাকা দামের সোয়েটার, কার্ডিগান, জ্যাকেট ও চাদরের বিক্রি ভাল হচ্ছে বলে জানান তাঁরা।
advertisement
4/5
একই চিত্র ধরা পড়েছে কালনার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এসটিকেকে রোড এলাকাতেও। উত্তরপ্রদেশের রামপুরের বাসিন্দা আসিফ ও সামশের আনসারি প্রতিবছরের মতো এবারও ব্ল্যাঙ্কেটের দোকান বসিয়েছেন। তাঁদের অভিজ্ঞতা বলছে, আগের বছরগুলোতে শীত না গড়ানোয় বিক্রি না হওয়ার হতাশা নিয়ে ফিরতে হলেও, এ বছর এখনও পর্যন্ত যা বিক্রি হয়েছে তাতে খরচ উঠে গিয়েছে পুরোপুরি।
একই চিত্র ধরা পড়েছে কালনার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এসটিকেকে রোড এলাকাতেও। উত্তরপ্রদেশের রামপুরের বাসিন্দা আসিফ ও সামশের আনসারি প্রতিবছরের মতো এবারও ব্ল্যাঙ্কেটের দোকান বসিয়েছেন। তাঁদের অভিজ্ঞতা বলছে, আগের বছরগুলোতে শীত না গড়ানোয় বিক্রি না হওয়ার হতাশা নিয়ে ফিরতে হলেও, এ বছর এখনও পর্যন্ত যা বিক্রি হয়েছে তাতে খরচ উঠে গিয়েছে পুরোপুরি।
advertisement
5/5
শীত মানেই কান-মুখ ঢাকা টুপি, মাফলার আর গ্লাভস। কালনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় টুপি বিক্রেতা বিশু বাগ জানান, টানা ঠান্ডায় টুপির চাহিদা এবার আকাশছোঁয়া। রঙিন ও ফ্যাশনেবল টুপির পাশাপাশি হেডফোনের আদলে তৈরি কানঢাকা, মাফলার, মোজা ও হ্যান্ড গ্লাভসের বিক্রিও বেড়েছে। অনেক দোকানেই ইতিমধ্যে স্টক শেষ। সব মিলিয়ে দাপুটে শীতে কালনায় যেন সত্যিকারের পৌষ মাস ফিরেছে, আর তাতেই মুখে হাসি শীতপোশাকের ব্যবসায়ীদের।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
শীত মানেই কান-মুখ ঢাকা টুপি, মাফলার আর গ্লাভস। কালনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় টুপি বিক্রেতা বিশু বাগ জানান, টানা ঠান্ডায় টুপির চাহিদা এবার আকাশছোঁয়া। রঙিন ও ফ্যাশনেবল টুপির পাশাপাশি হেডফোনের আদলে তৈরি কানঢাকা, মাফলার, মোজা ও হ্যান্ড গ্লাভসের বিক্রিও বেড়েছে। অনেক দোকানেই ইতিমধ্যে স্টক শেষ। সব মিলিয়ে দাপুটে শীতে কালনায় যেন সত্যিকারের পৌষ মাস ফিরেছে, আর তাতেই মুখে হাসি শীতপোশাকের ব্যবসায়ীদের। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
advertisement
advertisement