East Bardhaman News: বর্ধমান-বোলপুর ১১৪ জাতীয় সড়কের বেহাল দশা...! আর কষ্ট নয়, হাল ফেরানোর সময়সীমা জানিয়ে দিল কর্তৃপক্ষ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
East Bardhaman News: পূর্ব বর্ধমান জেলার ১১৪ জাতীয় সড়ক হয়েছে উঠেছে মরণ ফাঁদ। রাস্তা জুড়ে বিভিন্ন জায়গায় রয়েছে বড় বড় গর্ত। বর্ধমান থেকে বোলপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা।
advertisement
advertisement
advertisement
advertisement
জাতীয় সড়ক ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দীপঙ্কর জানা বলেন, "নিয়মিত আমরা রুটিন চেকাপ করি। যে জায়গাগুলো খারাপ রয়েছে সেগুলো আমরা ঠিক করে দেব। কিছুদিন আগেও এই রাস্তায় কাজ হয়েছে তবে বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হচ্ছে। জল নিকাশীর ব্যবস্থাও করে দেওয়া হবে। নবাবহাট থেকে ভেদিয়া পর্যন্ত এখন রাস্তার দুপাশে আগাছা পরিষ্কার করার কাজ চলছে। এটা হয়ে গেলেই সামনের সপ্তাহে আমরা ওই রাস্তার কাজ শুরু করব।"