East Bardhaman News: একেবারে ফ্রি-তে পছন্দের জামাকাপড়! বর্ধমানে অভিনব 'বিনি পয়সার হাট', কয়েকশো মানুষের মুখে ফুটল হাসি
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
East Bardhaman News: এদিন কয়েকশো মানুষ বিনি পয়সার হাট থেকে কয়েক হাজার পোশাক অত্যন্ত আনন্দের সঙ্গে সংগ্রহ করে বাড়ি ফিরেছেন বলে জানান উদ্যোক্তারা। কয়েক ঘণ্টার এই উদ্যোগে প্রচুর মানুষের মুখে হাসি ফুটেছে।
advertisement
advertisement
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সুপ্রিয়া দাঁ বলেন, সারা বছরই আমরা হেল্প পরিবারের পক্ষ থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করি। এই হাটে পুরাতন ব্যবহারযোগ্য জামাকাপড় ছিল। আমাদের সদস্যেরা বছরের বিভিন্ন সময় বিভিন্ন বাড়ি থেকে পুরাতন জামাকাপড় সংগ্রহ করেন। সেগুলি পলেমপুরে হেল্প পরিবারের অফিসে মজুত করা হয়। পরে সেখান থেকে ব্যবহারযোগ্য প্রায় নতুনের মতো পোশাকগুলি বাছাই করে গুছিয়ে নিয়ে বিনি পসার হাটে সাজিয়ে দেওয়া হয়।
advertisement
advertisement
advertisement
তিনি আরও বলেন, হেল্প পরিবারের পক্ষ থেকে অনুরোধ আপনাদের বাড়িতে জমে থাকা ব্যবহারযোগ্য পুরাতন জামাকাপড় আপনারা হেল্প পরিবারের হাতে তুলে দিন, হেল্প পরিবার সেগুলি সংগ্রহ করে এনে এমন হাটের মাধ্যমে প্রয়োজনী মানুষের কাছে পৌঁছে দেবে। কারণ আপনার ছোট হয়ে যাওয়া ব্যবহারযোগ্য জামাও এক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)









