East Bardhaman News: একেবারে ফ্রি-তে পছন্দের জামাকাপড়! বর্ধমানে অভিনব 'বিনি পয়সার হাট', কয়েকশো মানুষের মুখে ফুটল হাসি

Last Updated:
East Bardhaman News: এদিন কয়েকশো মানুষ বিনি পয়সার হাট থেকে কয়েক হাজার পোশাক অত্যন্ত আনন্দের সঙ্গে সংগ্রহ করে বাড়ি ফিরেছেন বলে জানান উদ্যোক্তারা। কয়েক ঘণ্টার এই উদ্যোগে প্রচুর মানুষের মুখে হাসি ফুটেছে।
1/6
পর পর সাজানো রয়েছে জামাকাপড়, আসছেন ক্রেতারা। কিন্তু এই হাটে লাগে না কোনও টাকা-পয়সা। এখানে নিজেদের প্রয়োজন মতো পোশাক নেওয়া যায়। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বর্ধমানে এমনই একটি হাট অনুষ্ঠিত হল। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
পর পর সাজানো রয়েছে জামাকাপড়, আসছেন ক্রেতারা। কিন্তু এই হাটে লাগে না কোনও টাকা-পয়সা। এখানে নিজেদের প্রয়োজন মতো পোশাক নেওয়া যায়। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বর্ধমানে এমনই একটি হাট অনুষ্ঠিত হল। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
advertisement
2/6
বর্ধমানে বসেছিল 'বিনি পয়সার হাট'। ইতিমধ্যেই শীত পড়ে গিয়েছে। রাজ্যজুড়ে হিমেল হাওয়া বইতে শুরু করেছে। কিন্তু অনেকেরই শীতের পোশাক কেনার সামর্থ্য নেই। মূলত তাঁদের জন্যই এই হাটের আয়োজন করা হয়েছে। এই হাটে ছিল বিভিন্ন রকমের শীতের পোশাক। অসহায় মানুষেরা সেখান থেকে নিজেদের পছন্দমতো পোশাক নিতে পারেন।
বর্ধমানে বসেছিল 'বিনি পয়সার হাট'। ইতিমধ্যেই শীত পড়ে গিয়েছে। রাজ্যজুড়ে হিমেল হাওয়া বইতে শুরু করেছে। কিন্তু অনেকেরই শীতের পোশাক কেনার সামর্থ্য নেই। মূলত তাঁদের জন্যই এই হাটের আয়োজন করা হয়েছে। এই হাটে ছিল বিভিন্ন রকমের শীতের পোশাক। অসহায় মানুষেরা সেখান থেকে নিজেদের পছন্দমতো পোশাক নিতে পারেন।
advertisement
3/6
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সুপ্রিয়া দাঁ বলেন, সারা বছরই আমরা হেল্প পরিবারের পক্ষ থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করি। এই হাটে পুরাতন ব্যবহারযোগ্য জামাকাপড় ছিল। আমাদের সদস্যেরা বছরের বিভিন্ন সময় বিভিন্ন বাড়ি থেকে পুরাতন জামাকাপড় সংগ্রহ করেন। সেগুলি পলেমপুরে হেল্প পরিবারের অফিসে মজুত করা হয়। পরে সেখান থেকে ব্যবহারযোগ্য প্রায় নতুনের মতো পোশাকগুলি বাছাই করে গুছিয়ে নিয়ে বিনি পসার হাটে সাজিয়ে দেওয়া হয়।
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সুপ্রিয়া দাঁ বলেন, সারা বছরই আমরা হেল্প পরিবারের পক্ষ থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করি। এই হাটে পুরাতন ব্যবহারযোগ্য জামাকাপড় ছিল। আমাদের সদস্যেরা বছরের বিভিন্ন সময় বিভিন্ন বাড়ি থেকে পুরাতন জামাকাপড় সংগ্রহ করেন। সেগুলি পলেমপুরে হেল্প পরিবারের অফিসে মজুত করা হয়। পরে সেখান থেকে ব্যবহারযোগ্য প্রায় নতুনের মতো পোশাকগুলি বাছাই করে গুছিয়ে নিয়ে বিনি পসার হাটে সাজিয়ে দেওয়া হয়।
advertisement
4/6
অনেকেরই জামাকাপড়ের প্রয়োজন আছে। কিন্তু তাঁরা হয়তো আর্থিক অভাবে কিনতে পারেন না। এমন মানুষেরা এখানে এসে সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের পছন্দ ও প্রয়োজন মতো জামাকাপড় সংগ্রহ করেন।
অনেকেরই জামাকাপড়ের প্রয়োজন আছে। কিন্তু তাঁরা হয়তো আর্থিক অভাবে কিনতে পারেন না। এমন মানুষেরা এখানে এসে সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের পছন্দ ও প্রয়োজন মতো জামাকাপড় সংগ্রহ করেন।
advertisement
5/6
এদিন কয়েকশো মানুষ হাট থেকে কয়েক হাজার পোশাক অত্যন্ত আনন্দের সঙ্গে সংগ্রহ করে বাড়ি ফিরেছেন বলে জানান উদ্যোক্তারা। কয়েক ঘণ্টার এই উদ্যোগে প্রচুর মানুষের মুখে হাসি ফুটেছে।
এদিন কয়েকশো মানুষ হাট থেকে কয়েক হাজার পোশাক অত্যন্ত আনন্দের সঙ্গে সংগ্রহ করে বাড়ি ফিরেছেন বলে জানান উদ্যোক্তারা। কয়েক ঘণ্টার এই উদ্যোগে প্রচুর মানুষের মুখে হাসি ফুটেছে।
advertisement
6/6
তিনি আরও বলেন, হেল্প পরিবারের পক্ষ থেকে অনুরোধ আপনাদের বাড়িতে জমে থাকা ব্যবহারযোগ্য পুরাতন জামাকাপড় আপনারা হেল্প পরিবারের হাতে তুলে দিন, হেল্প পরিবার সেগুলি সংগ্রহ করে এনে এমন হাটের মাধ্যমে প্রয়োজনী মানুষের কাছে পৌঁছে দেবে। কারণ আপনার ছোট হয়ে যাওয়া ব্যবহারযোগ্য জামাও এক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
তিনি আরও বলেন, হেল্প পরিবারের পক্ষ থেকে অনুরোধ আপনাদের বাড়িতে জমে থাকা ব্যবহারযোগ্য পুরাতন জামাকাপড় আপনারা হেল্প পরিবারের হাতে তুলে দিন, হেল্প পরিবার সেগুলি সংগ্রহ করে এনে এমন হাটের মাধ্যমে প্রয়োজনী মানুষের কাছে পৌঁছে দেবে। কারণ আপনার ছোট হয়ে যাওয়া ব্যবহারযোগ্য জামাও এক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement