Durga Puja: মাঠে-ঘাটে দুলছে কাশের বন, জানান দিচ্ছে পুজো আসছে, মা আসছে...
- Reported by:Syed Mijanur Mahaman
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
কাশফুল শরৎকালকে আরও আপন করে তোলে। কাশফুলই পুজোর আগমনের প্রথম জানান দেয়
advertisement
আগে বাংলার প্রতিটি গ্রামে, খাল-বিলের ধারে, পুকুর ও নদীর পাড়ে অসংখ্য কাশফুল দেখা যেত। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে কাশবন সাদা চাদরের মতো বিছিয়ে থাকত। এখন আর সেই দৃশ্য তেমন চোখে পড়ে না। শহর ও গ্রামীণ জীবনে পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রমেই হারিয়ে যাচ্ছে কাশফুলের বন। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
কাশফুলের সৌন্দর্য তার কোমলতায়। পালকের মতো নরম আর সাদা ফুলগুলো বাতাসে দুলতে থাকে ঢেউয়ের মতো। দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতি যেন সাদা তুলোর বিছানা পেতে রেখেছে। শরতের সকালের রোদে কিংবা বিকেলের আকাশে মেঘের ভেলা ভেসে যাওয়ার সঙ্গে কাশফুলের দোলা মিলেমিশে এক অপূর্ব দৃশ্য রচনা করে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
advertisement
advertisement







