Durga Puja 2025: ঐতিহ্য, আনন্দ আর কড়া সামাজিক বার্তা, দুর্গাপুজোয় অভিনব থিম বর্ধমানের এই জায়গায়
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Durga Puja 2025: পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত মধ্যশ্রীরামপুর তরুণ সংঘ এ বছর তাদের দুর্গাপুজোয় নজর কাড়বে এক অভিনব থিম দিয়ে। সর্বজনীন বারোয়ারী এই পুজো কমিটি এ বছর ৬০ বছরে পদার্পণ করেছে।
পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত মধ্যশ্রীরামপুর তরুণ সংঘ এ বছর তাদের দুর্গাপুজোয় নজর কাড়বে এক অভিনব থিম দিয়ে। সর্বজনীন বারোয়ারী এই পুজো কমিটি এ বছর ৬০ বছরে পদার্পণ করেছে। আর এই বিশেষ বছরে তাঁরা বেছে নিয়েছেন এক অনন্য সামাজিক বার্তা “মোবাইলে আসক্ত না হয়ে বাচ্চারা মাঠমুখী হোক”।তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
আজকের দিনে মোবাইল ফোন যেন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এর নেতিবাচক প্রভাবও চোখে পড়ছে। রাস্তায় দুর্ঘটনা ঘটলেও মানুষ সাহায্য না করে ভিডিও করছে, আবার ছোটরা ব্যাট-বল ছেড়ে দিনভর মোবাইল ঘেঁটে সময় কাটাচ্ছে। সমাজের এই দিকটিকেই এ বছর প্যান্ডেলের শিল্পকর্মে ফুটিয়ে তুলছে মধ্যশ্রীরামপুর তরুণ সংঘ। তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
এই উদ্দেশেই পুজো মণ্ডপে সাজানো হচ্ছে মোবাইল আসক্তি বিরোধী নানা ছবি ও শিল্পকর্ম। ক্লাবের সদস্যরা এবং স্থানীয় বাচ্চারা একসঙ্গে হাত মিলিয়ে আঁকছেন একের পর এক বার্তামূলক ছবি। কোথাও দেখা যাবে বাচ্চারা মাঠ ছেড়ে মোবাইলে ডুবে আছে, কোথাও আবার দুর্ঘটনার মুহূর্তে মানুষ কেবল ছবি তুলছে। শিল্পের ভাষাতেই তুলে ধরা হচ্ছে এই বাস্তব চিত্র। তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
মণ্ডপজুড়ে শুধু শিল্প নয়, দর্শনার্থীদের জন্য থাকছে ভাবনার খোরাকও। প্রতিটি ছবি যেন সমাজকে প্রশ্ন করছে আমরা কি প্রযুক্তির দাস হয়ে যাচ্ছি? খেলাধুলা, পারিবারিক সময়, সামাজিক দায়িত্ব সবই কি মোবাইলের কারণে হারিয়ে যাচ্ছে? এই চিন্তাগুলিই শিল্পকর্মের মাধ্যমে মানুষের মনে দাগ কাটতে চাইছে পুজো কমিটি। তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
পূর্বস্থলীর এই সর্বজনীন দুর্গোৎসব তাই এবার কেবল আনন্দ বা আড়ম্বর নয়, সঙ্গে রয়েছে গভীর সামাজিক বার্তা। ষাট বছরের ঐতিহ্যবাহী এই পুজো এ বছর মানুষের মনে দাগ কাটবে ভিন্ন আঙ্গিকে। মোবাইলের বেড়াজাল ছেড়ে যদি বাচ্চারা সত্যিই মাঠমুখী হয়, খেলাধুলায় ও সমাজের কাজে মন দেয় তাহলেই সফল হবে মধ্যশ্রীরামপুর তরুণ সংঘের এই অভিনব থিম। তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী