Durga Puja 2025: ইন্দিরাজি স্পোর্টিং ক্লাবে থিম বৌদ্ধ মন্দির! প্রতিমা তিরুপতি বালাজি 

Last Updated:
Durga Puja 2025: মুর্শিদাবাদ জেলার বিগ বাজেটের দুর্গাপুজো গুলির মধ্যে অন্যতম কান্দির দোহালিয়া ইন্দিরাজি স্পোর্টিং ক্লাব। এবছর এই পুজো বছরে ৪০তম বর্ষে পদার্পণ করেছে।
1/5
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী : মুর্শিদাবাদ জেলার বিগ বাজেটের দুর্গাপুজো গুলির মধ্যে অন্যতম কান্দির দোহালিয়া ইন্দিরাজি স্পোর্টিং ক্লাব। এবছর এই পুজো বছরে ৪০তম বর্ষে পদার্পণ করেছে।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী : মুর্শিদাবাদ জেলার বিগ বাজেটের দুর্গাপুজো গুলির মধ্যে অন্যতম কান্দির দোহালিয়া ইন্দিরাজি স্পোর্টিং ক্লাব। এবছর এই পুজো বছরে ৪০তম বর্ষে পদার্পণ করেছে।
advertisement
2/5
পুজো কমিটির অন্যতম কর্মকর্তা গৌরব চ্যাটার্জী জানিয়েছেন, এই পুজো এবছর ৪০তম বর্ষে বিশেষ থিম নেপালের বৌদ্ধ মন্দিরের আদলে মন্ডপসজ্জা। এছাড়াও তিরুপতি বালাজির আদলে মাতৃ প্রতিমা। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
পুজো কমিটির অন্যতম কর্মকর্তা গৌরব চ্যাটার্জী জানিয়েছেন, এই পুজো এবছর ৪০তম বর্ষে বিশেষ থিম নেপালের বৌদ্ধ মন্দিরের আদলে মন্ডপসজ্জা। এছাড়াও তিরুপতি বালাজির আদলে মাতৃ প্রতিমা। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
advertisement
3/5
প্রতি বছর থিমের চমক দিয়ে থাকেন এই পুজো কমিটি। ইতি মধ্যেই পুজোর উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানী রাজ ।এছাড়াও উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক, কান্দি থানার আইসি মৃণাল সিনহা সহ বিশিষ্ট ব্যক্তিরা। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
প্রতি বছর থিমের চমক দিয়ে থাকেন এই পুজো কমিটি। ইতি মধ্যেই পুজোর উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানী রাজ ।এছাড়াও উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক, কান্দি থানার আইসি মৃণাল সিনহা সহ বিশিষ্ট ব্যক্তিরা। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
advertisement
4/5
মুর্শিদাবাদ জেলার সেরা অন্যতম পুজো গুলির মধ্যে অন্যতম এই ইন্দিরাজি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো। প্রতি বছর থিমের চমক দিয়ে থাকেন এই পুজো কমিটি। এবছর ষষ্ঠী দিন থেকেই দর্শকদের হাজির হতে থাকেন পুজো কমিটিতে। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
মুর্শিদাবাদ জেলার সেরা অন্যতম পুজো গুলির মধ্যে অন্যতম এই ইন্দিরাজি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো। প্রতি বছর থিমের চমক দিয়ে থাকেন এই পুজো কমিটি। এবছর ষষ্ঠী দিন থেকেই দর্শকদের হাজির হতে থাকেন পুজো কমিটিতে। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
advertisement
5/5
প্রায় কুড়ি লক্ষ টাকা বাজেটের তৈরি করা হয়েছে মন্ডপসজ্জা। মৎশিল্পী বাঁকা রায় দাস তার হাতে ফুটে উঠছে দেবী দশভুজা তিরুপতি বালাজির আদলে। যা দর্শকদের আকর্ষণ করে তুলেছে। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
প্রায় কুড়ি লক্ষ টাকা বাজেটের তৈরি করা হয়েছে মন্ডপসজ্জা। মৎশিল্পী বাঁকা রায় দাস তার হাতে ফুটে উঠছে দেবী দশভুজা তিরুপতি বালাজির আদলে। যা দর্শকদের আকর্ষণ করে তুলেছে। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
advertisement
advertisement
advertisement