Durga Puja 2025: রঘুনাথগঞ্জের বহুরা গ্রামে কোদাখাকি দুর্গাপুজো ৬০০ বছরের পুরনো, প্রাচীন এই পুজোর গল্প জানলে গর্ব হবে!
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Durga Puja 2025: বন্দ্যোপাধ্যায় পরিবারের আদি বাসস্থান ছিল সাগরদিঘির মণিগ্রামে। বিশেষ কারণে বহুকাল আগে ওই পরিবার সাগরদিঘি থেকে চলে আসেন বহুরায়। পরিবারের সদস্যরা এখনও এই পুজো চালিয়ে যাচ্ছেন।
advertisement
advertisement
advertisement
কথিত আছে, একবার পুজোর আগে ভয়াবহ বন্যায় সব ভেসে যায়। প্রজারা কোনও কর দিতে পারেননি। সেবার পুজো করার সামর্থ্য ছিল না বন্দ্যোপাধ্যায় পরিবারের। লক্ষ্মী জনার্দনপুরে কাউনের চাল হয়েছে। সেই চালের ভোগ দিয়েই পুজো হবে। সঙ্গে থাকবে কাঁঠাল, ডাঁটা ও গঙ্গার ইলিশ মাছ। কাউন বা কোদার চাল খেয়েছিল বলেই এই পরিবারের দুর্গা কোদাখাকি নামেই পরিচিত। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
advertisement
advertisement
১৪ দিন আগে ঘট বসিয়ে চণ্ডীপাঠ করে পুজো শুরু হয়। মায়ের ভোগে কাউনের চাল আবশ্যিক। সেখান থেকে নাম কোদাখাকি। সন্ধ্যায় কোনও আরতি হয় না। সন্ধিপুজোর সময় কোনও সময় দেখা হয়না। প্রদীপের শিখা ঠিক উত্তর থেকে দক্ষিণ দিকে ঘুরলে তখনই সন্ধিপুজো শুরু হয়। এখানে অঞ্জলি দেওয়ার রীতি নেই। তন্ত্র মতে পুজো হয়। মায়ের মূর্তির যে ধরণ, তাঁকে নটরাজ মূর্তি বলা হয়। পুজো দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ ।ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।







