Durga pujo 2024: সপরিবারে উলুবেড়িয়া থেকে সোজা কানাডার টরোন্টোর পথে উমা! প্রতিমা শিল্পী সঞ্জীব চন্দ্রের ফাইবারের মূর্তি এই সপ্তাহেই উঠবে কানাডাগামী জাহাজে
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
Durga pujo 2024: এই সপ্তাহেই জাহাজে করে রওনা দেবে প্রতিমাটি৷ আগামী দুইমাসের মধ্যেই উমা সপরিবারে কানাডার টরেন্টোয় পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। ৬ ফুট উচ্চতার এই ফাইবারের দুর্গা প্রতিমাটি তৈরী করেছেন উলুবেড়িয়া ময়রাপাড়ার শিল্পী সঞ্জীব চন্দ্র।
advertisement
advertisement
advertisement
advertisement
এই সপ্তাহেই জাহাজে করে রওনা দেবে প্রতিমাটি৷ আগামী দুইমাসের মধ্যেই উমা সপরিবারে কানাডার টরেন্টোয় পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে নিজের হাতে তৈরি প্রতিমা বিদেশে পাড়ি দেওয়ায় খুবই খুশি সঞ্জীব। তবে তাঁর তৈরি প্রতিমা এই প্রথম বিদেশ পাড়ি দিচ্ছে না৷ এর আগেও দুবাই, লাক্সেমবার্গ সহ বিভিন্ন জায়গায় গিয়েছিল সঞ্জীবের হাতের তৈরী ফাইবারর দুর্গা প্রতিমা।