নোংরা, দুর্গন্ধময়...! বাড়িতে ঢুকল পুকুরের জল! গা ঘিনঘিনে অবস্থা সোনামুখীর 'এই' এলাকায়

Last Updated:
ভারী বৃষ্টি হলেই এলাকার মানুষের বাড়িতে পুকুরের জল ঢুকে যায়
1/6
বাঁকুড়া, অনিকেত বাউরীঃ জল থইথই অবস্থা সোনামুখী পৌর শহরে। পুকুরের জল এখন বাড়ির উঠোনে এসে পড়েছে। নাজেহাল সাধারণ মানুষ।
বাঁকুড়া, অনিকেত বাউরীঃ জল থইথই অবস্থা সোনামুখী পৌর শহরে। পুকুরের জল এখন বাড়ির উঠোনে এসে পড়েছে। নাজেহাল সাধারণ মানুষ।
advertisement
2/6
সোনামুখী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ছুতোরপাড়া কুরপুকুরের জল বেরিয়ে জলমগ্ন এলাকা। জোর বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
সোনামুখী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ছুতোরপাড়া কুরপুকুরের জল বেরিয়ে জলমগ্ন এলাকা। জোর বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
advertisement
3/6
শুক্রবার অতি বর্ষণের ফলে এই পুকুরটি ভরে যায়। এরপর পুকুরের মালিক ওই জল বের করে দেন। এতেই সমস্যায় পড়েন এলাকার মানুষজন (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
শুক্রবার অতি বর্ষণের ফলে এই পুকুরটি ভরে যায়। এরপর পুকুরের মালিক ওই জল বের করে দেন। এতেই সমস্যায় পড়েন এলাকার মানুষজন (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
advertisement
4/6
জানা যাচ্ছে, ভারী বৃষ্টিপাত হলেই পুকুরের এই নোংরা দুর্গন্ধময় জল বেরিয়ে আসে। এর জেরে কার্যত অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষজন। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
জানা যাচ্ছে, ভারী বৃষ্টিপাত হলেই পুকুরের এই নোংরা দুর্গন্ধময় জল বেরিয়ে আসে। এর জেরে কার্যত অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষজন। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
advertisement
5/6
কাউন্সিলর সাগর লোহার শনিবার পৌরসভার ইঞ্জিনিয়ার দিয়ে আউটল্যান্ড বার করানোর স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
কাউন্সিলর সাগর লোহার শনিবার পৌরসভার ইঞ্জিনিয়ার দিয়ে আউটল্যান্ড বার করানোর স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
advertisement
6/6
বিগত কয়েকদিন ধরে রাজ্যের নানান প্রান্তে বৃষ্টি হচ্ছে। তাতে সমস্যায় পড়েছেন বহু মানুষ। সোনামুখী পৌর শহরে যেমন দেখা গিয়েছে এমন ছবি। জানা যাচ্ছে, শুধু তিন নম্বর ওয়ার্ড নয়, অতি ভারী বৃষ্টি হলে সোনামুখী পৌর শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে যায়। তাতেই সমস্যা স্থানীয় বাসিন্দাদের। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
বিগত কয়েকদিন ধরে রাজ্যের নানান প্রান্তে বৃষ্টি হচ্ছে। তাতে সমস্যায় পড়েছেন বহু মানুষ। সোনামুখী পৌর শহরে যেমন দেখা গিয়েছে এমন ছবি। জানা যাচ্ছে, শুধু তিন নম্বর ওয়ার্ড নয়, অতি ভারী বৃষ্টি হলে সোনামুখী পৌর শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে যায়। তাতেই সমস্যা স্থানীয় বাসিন্দাদের। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
advertisement
advertisement
advertisement