Murshidabad News: এক পা ফসকালেই সব শেষ! টাওয়ারের মাথায় উঠেই যা করলেন এই যুবক..., ভয়ে কাঁপছে গ্রামবাসীরা

Last Updated:
Murshidabad News: ঘড়ির কাঁটায় তখন বেলা ১১টা। গ্রামের মানুষ যে যার কাজে ব্যস্ত, ঠিক তখনই দেখা গেল এক আজব দৃশ্য। মাঠের একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েছে নেশাগ্রস্ত এক যুবক।
1/5
ঘড়ির কাঁটায় তখন বেলা ১১টা। গ্রামের মানুষ যে যার কাজে ব্যস্ত, ঠিক তখনই দেখা গেল এক আজব দৃশ্য। মাঠের একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েছে নেশাগ্রস্ত এক যুবক।
ঘড়ির কাঁটায় তখন বেলা ১১টা। গ্রামের মানুষ যে যার কাজে ব্যস্ত, ঠিক তখনই দেখা গেল এক আজব দৃশ্য। মাঠের একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েছে নেশাগ্রস্ত এক যুবক।
advertisement
2/5
তা দেখে গ্রামের লোকজন কাজকর্ম ফেলে সেই মোবাইল টাওয়ারের নীচে ভিড় জমালেন। জানা গেল, নেশাগ্রস্ত ওই যুবক গ্রামেরই এক পরিবারের জামাই। উপর থেকে তখন সে চিৎকার করে বলছে, 'বসন্তী কো লে আও'। আবার কখনও বলে উঠছে 'জয় শ্রীরাম'।
তা দেখে গ্রামের লোকজন কাজকর্ম ফেলে সেই মোবাইল টাওয়ারের নীচে ভিড় জমালেন। জানা গেল, নেশাগ্রস্ত ওই যুবক গ্রামেরই এক পরিবারের জামাই। উপর থেকে তখন সে চিৎকার করে বলছে, 'বসন্তী কো লে আও'। আবার কখনও বলে উঠছে 'জয় শ্রীরাম'।
advertisement
3/5
খড়গ্রাম থানার মহিষার পঞ্চায়েতের বড়ার গ্রামে এমন ঘটনায় শোরগোল পড়ে যায়। বেশ কিছুক্ষণ চেঁচামেচি করার পর স্থানীয় এক প্রৌঢ়ের ধমক খেয়ে নীচে নেমেই পগারপাড় ওই যুবক।
খড়গ্রাম থানার মহিষার পঞ্চায়েতের বড়ার গ্রামে এমন ঘটনায় শোরগোল পড়ে যায়। বেশ কিছুক্ষণ চেঁচামেচি করার পর স্থানীয় এক প্রৌঢ়ের ধমক খেয়ে নীচে নেমেই পগারপাড় ওই যুবক।
advertisement
4/5
স্বস্তির নিঃশ্বাস ফেলেন গ্রামবাসীরা। খড়গ্রাম থানার পুলিশ জানিয়েছে, ছেলেটি নেশাগ্রস্ত অবস্থায় এমন কাজ করেছে। তবে টাওয়ার থেকে নেমেই সে উধাও হয়ে গিয়েছে।
স্বস্তির নিঃশ্বাস ফেলেন গ্রামবাসীরা। খড়গ্রাম থানার পুলিশ জানিয়েছে, ছেলেটি নেশাগ্রস্ত অবস্থায় এমন কাজ করেছে। তবে টাওয়ার থেকে নেমেই সে উধাও হয়ে গিয়েছে।
advertisement
5/5
গ্রামের বাসিন্দারা জানান, ওই যুবকের বাড়ি বীরভূমের সাঁইথিয়ায়। পেশায় পরিযায়ী শ্রমিকের শ্বশুরবাড়ি বরার গ্রামে। এখানেই মাঝে থাকেন। কিন্তু হঠাৎই টাওয়ারের মাথায় উঠে এমন ডায়লগ দিতেই শোরগোল তৈরি হয়েছে।
গ্রামের বাসিন্দারা জানান, ওই যুবকের বাড়ি বীরভূমের সাঁইথিয়ায়। পেশায় পরিযায়ী শ্রমিকের শ্বশুরবাড়ি বরার গ্রামে। এখানেই মাঝে থাকেন। কিন্তু হঠাৎই টাওয়ারের মাথায় উঠে এমন ডায়লগ দিতেই শোরগোল তৈরি হয়েছে।
advertisement
advertisement
advertisement