ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে জেলাশাসক, তারপর যা হল...
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
কয়েক বছর আগে বাঁধে প্রায় ৬০ মিটার ভাঙন দেখা দিয়েছিল। তারপর ওই এলাকা থেকে আরও কিছুটা দূরে নতুন করে আবার ভাঙন দেখা দেয়। সবকিছুই খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন জেলাশাসক
![বাঁধ পরিদর্শন করলেন জেলাশাসক ডাঃ পি দীপাপ প্রিয়া! এদিন বাঁধের ক্ষতিগ্রস্ত স্থান মেরামতির কাজ ঘুরে দেখেন জেলাশাসক, এসডিও এবং উলুবেড়িয়া পুরসভার আধিকারিকরা।[ছবি ও তথ্য: রাকেশ মাইতি] বাঁধ পরিদর্শন করলেন জেলাশাসক ডাঃ পি দীপাপ প্রিয়া! এদিন বাঁধের ক্ষতিগ্রস্ত স্থান মেরামতির কাজ ঘুরে দেখেন জেলাশাসক, এসডিও এবং উলুবেড়িয়া পুরসভার আধিকারিকরা।[ছবি ও তথ্য: রাকেশ মাইতি]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5414003_vid20250828wa00532_watermark_29082025_111350_2.jpg?impolicy=website&width=827&height=620)