কেষ্টোর গড়ে দিলীপকে চা-চক্রে বাধা! ভয়ে দোকানই খুলতে পারেনি, বিস্ফোরক বিজেপি রাজ্য সভাপতি

Last Updated:
অনুব্রতর শহরে চা চক্র দিলীপ ঘোষের। আগেই হুমকি দিয়ে বন্ধ করে দেওয়া হল চায়ের দোকান, এমনই অভিযোগ।
1/5
*অনুব্রতর শহরে চা চক্র দিলীপ ঘোষের। আগেই হুমকি দিয়ে বন্ধ করে দেওয়া হল চায়ের দোকান, এমনই অভিযোগ। ফলে বুধবার বোলপুরের জাম্বুনিতে কর্মীদের বানিয়ে আনা চা খেলেন বিজেপির রাজ্য সভাপতি-সহ অন্যান্য নেতৃত্ব।
*অনুব্রতর শহরে চা চক্র দিলীপ ঘোষের। আগেই হুমকি দিয়ে বন্ধ করে দেওয়া হল চায়ের দোকান, এমনই অভিযোগ। ফলে বুধবার বোলপুরের জাম্বুনিতে কর্মীদের বানিয়ে আনা চা খেলেন বিজেপির রাজ্য সভাপতি-সহ অন্যান্য নেতৃত্ব।
advertisement
2/5
*৮ সেপ্টেম্বর নানুরের কীর্ণাহারে দুপুর সাড়ে ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কর্মীসভা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কর্মিসভা শেষে বোলপুরে একটি বেসরকারি হোটেলে রাত্রীবাস করেন।
*৮ সেপ্টেম্বর নানুরের কীর্ণাহারে দুপুর সাড়ে ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কর্মীসভা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কর্মিসভা শেষে বোলপুরে একটি বেসরকারি হোটেলে রাত্রীবাস করেন।
advertisement
3/5
*এদিন সকালে বোলপুরের জাম্বুনিতে একটি চায়ের দোকানে 'চা চক্র' কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অভিযোগ, ওই এলাকার প্রত্যেকটি চায়ের দোকানকে হুমকি দিয়ে বন্ধ করে দেওয়া হয়।
*এদিন সকালে বোলপুরের জাম্বুনিতে একটি চায়ের দোকানে 'চা চক্র' কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অভিযোগ, ওই এলাকার প্রত্যেকটি চায়ের দোকানকে হুমকি দিয়ে বন্ধ করে দেওয়া হয়।
advertisement
4/5
*সকালে জাম্বুনি এলাকায় একটিও চায়ের দোকান খোলা থাকতে দেখা যায়নি। তাই  প্রাতঃভ্রমণ সেরে দলীয় কর্মীদের বানানো চা খেয়েছেন দিলীপ ঘোষ।
*সকালে জাম্বুনি এলাকায় একটিও চায়ের দোকান খোলা থাকতে দেখা যায়নি। তাই  প্রাতঃভ্রমণ সেরে দলীয় কর্মীদের বানানো চা খেয়েছেন দিলীপ ঘোষ।
advertisement
5/5
*বিজেপি রাজ্য সভাপতি বলেন, "যে চায়ের দোকানে আমাদের বসার কথা ছিল হুমকি দিয়ে সেই চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এটা নতুন কিছু নয়। আমি যেখানেই যাই সেখানেই সব বন্ধ করে দেওয়া হয়। যারা পশ্চিমবঙ্গে কল-কারখানা বন্ধ করে দিয়েছে তারা এর চেয়ে আর বেশি কিছু করতে পারে না।"
*বিজেপি রাজ্য সভাপতি বলেন, "যে চায়ের দোকানে আমাদের বসার কথা ছিল হুমকি দিয়ে সেই চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এটা নতুন কিছু নয়। আমি যেখানেই যাই সেখানেই সব বন্ধ করে দেওয়া হয়। যারা পশ্চিমবঙ্গে কল-কারখানা বন্ধ করে দিয়েছে তারা এর চেয়ে আর বেশি কিছু করতে পারে না।"
advertisement
advertisement
advertisement