অভিমানী দিলীপ ঘোষ...? প্রশ্নের উত্তরে বিস্ফোরক বিজেপি নেতা, শুক্রবার কী করবেন? বলে দিলেন নিজে মুখেই!

Last Updated:
Dilip Ghosh Modi Visit: প্রধানমন্ত্রীর সভায় তিনি আমন্ত্রণ পাননি। এর আগেও দুটি সভায় তাঁকে আমন্ত্রণ জানায়নি দল। ফলে দল যে তাঁর থেকে একটা দূরত্ব তৈরি করছে তা একরকম স্পষ্ট। যার হাত ধরে বাংলায় বিজেপির উত্থান সেই দিলীপ ঘোষ কার্যত কোণঠাসা।
1/7
দলের অনুষ্ঠানে ফের ব্রাত্য রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এনিয়ে মোট ৩ বার তাঁকে বড় সভায় এড়িয়ে গেল দল। আপনি কি অভিমানী? বিজেপি নেতা বলেন, না, না। আমরা পার্টির সাধারণ কর্মী। আমি রিজার্ভ ফোর্সের মতো থাকি। অর্ডার এলে কাজ কাজে লাগি।
দলের অনুষ্ঠানে ফের ব্রাত্য রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এনিয়ে মোট ৩ বার তাঁকে বড় সভায় এড়িয়ে গেল দল। আপনি কি অভিমানী? বিজেপি নেতা বলেন, না, না। আমরা পার্টির সাধারণ কর্মী। আমি রিজার্ভ ফোর্সের মতো থাকি। অর্ডার এলে কাজ কাজে লাগি।
advertisement
2/7
মোদির সভায় যাওয়া প্রসঙ্গে বৃহস্পতিবার দিলীপ ঘোষ বলেন,
মোদির সভায় যাওয়া প্রসঙ্গে বৃহস্পতিবার দিলীপ ঘোষ বলেন, "কাল যাব কিনা ঠিক করিনি। আমন্ত্রণ পাইনি। নাও যেতে পারি। অন্য কাজে চলে যেতে পারি। আমি কোথায় যাব তা আমি ঠিক করি না। পার্টি ঠিক করে।"
advertisement
3/7
শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভায় তাঁকে ডাকা হয়নি। এনিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পার্টির কর্মসূচি পার্টি ঠিক করে। সেটা আমার হাতে নেই। এর বাইরে কোনও কর্মসূচি থাকলে সেটা আমি ঠিক করি। কাল সরকারি প্রোগ্রাম সেখানে আমন্ত্রণ পাওয়া দরকার। কেউ আমাকে আমন্ত্রণ করেনি। তাই ওটায় যাচ্ছি না। বাকি দেখছি কী করা যায়।
শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভায় তাঁকে ডাকা হয়নি। এনিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পার্টির কর্মসূচি পার্টি ঠিক করে। সেটা আমার হাতে নেই। এর বাইরে কোনও কর্মসূচি থাকলে সেটা আমি ঠিক করি। কাল সরকারি প্রোগ্রাম সেখানে আমন্ত্রণ পাওয়া দরকার। কেউ আমাকে আমন্ত্রণ করেনি। তাই ওটায় যাচ্ছি না। বাকি দেখছি কী করা যায়।"
advertisement
4/7
অমিত শাহ বলেছিলেন দিলীপ ঘোষকে নানাভাবে সাংগঠিনক কাজে লাগানো হবে। কিন্তু তার পরেও তার কোনও প্রতিফলন বাস্তবে দেখা যায়নি। এনিয়ে দিলীপ ঘোষ বলেন,
অমিত শাহ বলেছিলেন দিলীপ ঘোষকে নানাভাবে সাংগঠিনক কাজে লাগানো হবে। কিন্তু তার পরেও তার কোনও প্রতিফলন বাস্তবে দেখা যায়নি। এনিয়ে দিলীপ ঘোষ বলেন, "এটা তো পুরোপুরি পার্টির হাতে। যেরকম বলা হবে সরকম করব। এ ব্যাপারে আমার কিছু করার নেই।"
advertisement
5/7
বেশকিছু দিন ধরেই দলের বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে না দিলীপ ঘোষকে। দল তাঁকে এড়িয়ে যাচ্ছে বলে রাজনৈতিক মহলে একটা গুঞ্জন রয়েছে। দিলীপবাবু অবশ্য তা মানতে নারাজ।
বেশকিছু দিন ধরেই দলের বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে না দিলীপ ঘোষকে। দল তাঁকে এড়িয়ে যাচ্ছে বলে রাজনৈতিক মহলে একটা গুঞ্জন রয়েছে। দিলীপবাবু অবশ্য তা মানতে নারাজ।
advertisement
6/7
প্রধানমন্ত্রীর সভায় তিনি আমন্ত্রণ পাননি। এর আগেও দুটি সভায় তাঁকে আমন্ত্রণ জানায়নি দল। ফলে দল যে তাঁর থেকে একটা দূরত্ব তৈরি করছে তা একরকম স্পষ্ট। যার হাত ধরে বাংলায় বিজেপির উত্থান সেই দিলীপ ঘোষ কার্যত কোণঠাসা।
প্রধানমন্ত্রীর সভায় তিনি আমন্ত্রণ পাননি। এর আগেও দুটি সভায় তাঁকে আমন্ত্রণ জানায়নি দল। ফলে দল যে তাঁর থেকে একটা দূরত্ব তৈরি করছে তা একরকম স্পষ্ট। যার হাত ধরে বাংলায় বিজেপির উত্থান সেই দিলীপ ঘোষ কার্যত কোণঠাসা।
advertisement
7/7
গত কিছুদিনে মোদি, শাহ বঙ্গ সফরে এলেও সেখানে আমন্ত্রণ পাননি দিলীপ। যা নিয়ে বিতর্ক কম হয়নি। পরবর্তীতে শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ায় মনে করা হচ্ছিল ছবিটা পালটাবে। দলে ফের গুরুত্ব বাড়বে দিলীপের। কিন্তু কোথায় কী! মোদির দমদমের সভাতেও আমন্ত্রণ পেলেন না ‘দাবাং’ দিলীপ।
গত কিছুদিনে মোদি, শাহ বঙ্গ সফরে এলেও সেখানে আমন্ত্রণ পাননি দিলীপ। যা নিয়ে বিতর্ক কম হয়নি। পরবর্তীতে শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ায় মনে করা হচ্ছিল ছবিটা পালটাবে। দলে ফের গুরুত্ব বাড়বে দিলীপের। কিন্তু কোথায় কী! মোদির দমদমের সভাতেও আমন্ত্রণ পেলেন না ‘দাবাং’ দিলীপ।
advertisement
advertisement
advertisement