অভিমানী দিলীপ ঘোষ...? প্রশ্নের উত্তরে বিস্ফোরক বিজেপি নেতা, শুক্রবার কী করবেন? বলে দিলেন নিজে মুখেই!
- Published by:Sanjukta Sarkar
- Reported by:Susmita Mondal
Last Updated:
Dilip Ghosh Modi Visit: প্রধানমন্ত্রীর সভায় তিনি আমন্ত্রণ পাননি। এর আগেও দুটি সভায় তাঁকে আমন্ত্রণ জানায়নি দল। ফলে দল যে তাঁর থেকে একটা দূরত্ব তৈরি করছে তা একরকম স্পষ্ট। যার হাত ধরে বাংলায় বিজেপির উত্থান সেই দিলীপ ঘোষ কার্যত কোণঠাসা।
advertisement
advertisement
শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভায় তাঁকে ডাকা হয়নি। এনিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পার্টির কর্মসূচি পার্টি ঠিক করে। সেটা আমার হাতে নেই। এর বাইরে কোনও কর্মসূচি থাকলে সেটা আমি ঠিক করি। কাল সরকারি প্রোগ্রাম সেখানে আমন্ত্রণ পাওয়া দরকার। কেউ আমাকে আমন্ত্রণ করেনি। তাই ওটায় যাচ্ছি না। বাকি দেখছি কী করা যায়।"
advertisement
advertisement
advertisement
advertisement