Digha New Attraction: শীতের ছুটিতে দিঘায় বেড়াতে যাবেন? সৈকতশহরের নতুন এই আকর্ষণ নিয়ে এখনই জানুন

Last Updated:
Digha New Attraction: পর্যটকদের পছন্দের শীর্ষে থাকা দিঘা নিত্যনতুন আকর্ষণে সেজে উঠছে। এ বার সেখানে তৈরি হচ্ছে নতুন আকর্ষণ
1/7
 সৈকত শহর দিঘায় বছরভরই উপচে পড়ে পর্যটকদের ভিড়। শীতে বা বছরশেষের ছুটিতে সেই ভিড় যেন তুঙ্গে ওঠে।
সৈকত শহর দিঘায় বছরভরই উপচে পড়ে পর্যটকদের ভিড়। শীতে বা বছরশেষের ছুটিতে সেই ভিড় যেন তুঙ্গে ওঠে।
advertisement
2/7
পর্যটকদের পছন্দের শীর্ষে থাকা দিঘা নিত্যনতুন আকর্ষণে সেজে উঠছে। এ বার সেখানে তৈরি হচ্ছে সত্যজি‍ৎ রায় থিম পার্ক৷
পর্যটকদের পছন্দের শীর্ষে থাকা দিঘা নিত্যনতুন আকর্ষণে সেজে উঠছে। এ বার সেখানে তৈরি হচ্ছে সত্যজি‍ৎ রায় থিম পার্ক৷
advertisement
3/7
সিনেমা থেকে বইয়ের পাতা-সত্যজিতের তৈরি কালজয়ী চরিত্রগুলির মূর্তি থাকবে ওই থিম পার্কে৷
সিনেমা থেকে বইয়ের পাতা-সত্যজিতের তৈরি কালজয়ী চরিত্রগুলির মূর্তি থাকবে ওই থিম পার্কে৷
advertisement
4/7
গুপী গাইন বাঘা বাইন, জাদুকর বরফি, হীরকরাজ তো আছেনই৷ সেই পার্কে থাকবেন প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু এবং ভূতের রাজাও৷
গুপী গাইন বাঘা বাইন, জাদুকর বরফি, হীরকরাজ তো আছেনই৷ সেই পার্কে থাকবেন প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু এবং ভূতের রাজাও৷
advertisement
5/7
কলকাতা-সংলগ্ন নিউটাউনে ইতিমধ্যে একাধিক সত্যজিৎ রায় থিম পার্ক হয়েছে৷ সেই ধরনের পার্ক এ বার তৈরি হবে দিঘাতেও৷
কলকাতা-সংলগ্ন নিউটাউনে ইতিমধ্যে একাধিক সত্যজিৎ রায় থিম পার্ক হয়েছে৷ সেই ধরনের পার্ক এ বার তৈরি হবে দিঘাতেও৷
advertisement
6/7
নতুন বছর শুরুর আগেই পর্যটকদের জন্য দিঘায় খুলে যাবে ‘সত্যজিৎ রায় পার্ক’। নতুন পার্ক তৈরির দায়িত্বে রয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (ডিএসডিএ)।
নতুন বছর শুরুর আগেই পর্যটকদের জন্য দিঘায় খুলে যাবে ‘সত্যজিৎ রায় পার্ক’। নতুন পার্ক তৈরির দায়িত্বে রয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (ডিএসডিএ)।
advertisement
7/7
দিঘায় বিশ্ব বাংলা দ্বিতীয় পার্কের পাশে গড়ে উঠছে সত্যজিৎ রায় নামাঙ্কিত এই পার্ক। আগামী নতুন বছর শুরু হওয়ার আগে পাকাপাকিভাবে সেই পার্ক পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।
দিঘায় বিশ্ব বাংলা দ্বিতীয় পার্কের পাশে গড়ে উঠছে সত্যজিৎ রায় নামাঙ্কিত এই পার্ক। আগামী নতুন বছর শুরু হওয়ার আগে পাকাপাকিভাবে সেই পার্ক পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।
advertisement
advertisement
advertisement