Dark Clouds In Digha Sky: কাল মেঘে ঢেকে গেছে দিঘা, পাড়ে দাড়িয়ে উত্তাল সমুদ্র উপভোগ করেছেন পর্যটকরা

Last Updated:
Dark Clouds In Digha Sky: উত্তাল সমুদ্র, ছাতা মাথায় দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করেছেন পর্যটকরা।
1/6
শুক্রবার সকাল থেকেই দিঘার আকাশ ভরে উঠেছে কাল মেঘে। কখনও ঝড়ো হাওয়া, কখনও বৃষ্টির ফোঁটা আবার হঠাৎই উঁকি দিচ্ছে সূর্যের আলো। এভাবেই আবহাওয়ার খেলায় অন্যরকম এক আবহ তৈরি হয়েছে সমুদ্র তটে।  পর্যটকেরা মেঘলা আকাশের রূপে মুগ্ধ হচ্ছেন। কেউ ক্যামেরাবন্দি করছেন মুহূর্তগুলো, কেউ আবার ছাতা মাথায় নিয়ে হাঁটছেন সমুদ্রের ধারে। শুক্রবারের প্রকৃতির এই বৈচিত্র্য দিঘাকে দিয়েছে নতুন মোহ। (তথ্য ও ছবি : মদন মাইতি)
শুক্রবার সকাল থেকেই দিঘার আকাশ ভরে উঠেছে কাল মেঘে। কখনও ঝড়ো হাওয়া, কখনও বৃষ্টির ফোঁটা আবার হঠাৎই উঁকি দিচ্ছে সূর্যের আলো। এভাবেই আবহাওয়ার খেলায় অন্যরকম এক আবহ তৈরি হয়েছে সমুদ্র তটে।  পর্যটকেরা মেঘলা আকাশের রূপে মুগ্ধ হচ্ছেন। কেউ ক্যামেরাবন্দি করছেন মুহূর্তগুলো, কেউ আবার ছাতা মাথায় নিয়ে হাঁটছেন সমুদ্রের ধারে। শুক্রবারের প্রকৃতির এই বৈচিত্র্য দিঘাকে দিয়েছে নতুন মোহ। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
সমুদ্রের বুক জুড়ে সারাক্ষণ গর্জন করছে উত্তাল ঢেউ। ঢেউয়ের তীব্র শব্দ যেন বাড়িয়ে দিচ্ছে সৈকতের উত্তেজনা। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে পর্যটকরা অনুভব করছেন প্রকৃতির এক অন্য রূপ। অনেকেই ভিজে বালুকাবেলায় পা রেখে দাঁড়িয়ে আছেন, আবার কেউ সমুদ্রের খুব কাছ পর্যন্ত এগিয়ে গিয়ে অনুভব করছেন ঢেউয়ের আছড়ে পড়া। তবে ঝুঁকি এড়াতে কেউ জলে নামার সাহস দেখাননি। সব মিলিয়ে উত্তাল সমুদ্র পর্যটকদের করছে রোমাঞ্চিত।
সমুদ্রের বুক জুড়ে সারাক্ষণ গর্জন করছে উত্তাল ঢেউ। ঢেউয়ের তীব্র শব্দ যেন বাড়িয়ে দিচ্ছে সৈকতের উত্তেজনা। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে পর্যটকরা অনুভব করছেন প্রকৃতির এক অন্য রূপ। অনেকেই ভিজে বালুকাবেলায় পা রেখে দাঁড়িয়ে আছেন, আবার কেউ সমুদ্রের খুব কাছ পর্যন্ত এগিয়ে গিয়ে অনুভব করছেন ঢেউয়ের আছড়ে পড়া। তবে ঝুঁকি এড়াতে কেউ জলে নামার সাহস দেখাননি। সব মিলিয়ে উত্তাল সমুদ্র পর্যটকদের করছে রোমাঞ্চিত।
advertisement
3/6
দিনভর বৃষ্টি আর রোদের এই লুকোচুরি খেলাই দিঘার আমেজকে বাড়িয়ে দিয়েছে। মুহূর্তে মেঘে ঢেকে যাচ্ছে সমুদ্রতট, আবার অল্পক্ষণের মধ্যে সূর্যের আলো এসে ভাসিয়ে দিচ্ছে সৈকত। এভাবেই প্রকৃতির এই খামখেয়ালি আচরণ উপভোগ করছেন পর্যটকেরা। অনেকেই ছাতা নিয়ে দাঁড়িয়ে সমুদ্রের ছবি তুলছেন। কেউবা পরিবার নিয়ে ভিজে বালুকাবেলায় কাটাচ্ছেন আনন্দের সময়। প্রকৃতির এই অনিশ্চিত রূপ যেন দিঘা ভ্রমণকে করছে আরও আকর্ষণীয়।
দিনভর বৃষ্টি আর রোদের এই লুকোচুরি খেলাই দিঘার আমেজকে বাড়িয়ে দিয়েছে। মুহূর্তে মেঘে ঢেকে যাচ্ছে সমুদ্রতট, আবার অল্পক্ষণের মধ্যে সূর্যের আলো এসে ভাসিয়ে দিচ্ছে সৈকত। এভাবেই প্রকৃতির এই খামখেয়ালি আচরণ উপভোগ করছেন পর্যটকেরা। অনেকেই ছাতা নিয়ে দাঁড়িয়ে সমুদ্রের ছবি তুলছেন। কেউবা পরিবার নিয়ে ভিজে বালুকাবেলায় কাটাচ্ছেন আনন্দের সময়। প্রকৃতির এই অনিশ্চিত রূপ যেন দিঘা ভ্রমণকে করছে আরও আকর্ষণীয়।
advertisement
4/6
উত্তাল সমুদ্রকে ঘিরে পর্যটকদের বাড়তি উৎসাহ থাকলেও প্রশাসন যথেষ্ট সতর্ক। পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা সারাক্ষণ নজর রাখছেন সমুদ্রের ধারে। নিরাপত্তার খাতিরে কাউকে সমুদ্র স্নানে নামতে দেওয়া হচ্ছে না। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পর্যটকদেরও সতর্ক করে দেওয়া হয়েছে সমুদ্রের কাছাকাছি না যেতে। প্রশাসনের এই উদ্যোগে ভরসা পাচ্ছেন পর্যটকেরা, আর নিশ্চিন্তে উপভোগ করছেন সৈকতের সৌন্দর্য।
উত্তাল সমুদ্রকে ঘিরে পর্যটকদের বাড়তি উৎসাহ থাকলেও প্রশাসন যথেষ্ট সতর্ক। পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা সারাক্ষণ নজর রাখছেন সমুদ্রের ধারে। নিরাপত্তার খাতিরে কাউকে সমুদ্র স্নানে নামতে দেওয়া হচ্ছে না। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। পর্যটকদেরও সতর্ক করে দেওয়া হয়েছে সমুদ্রের কাছাকাছি না যেতে। প্রশাসনের এই উদ্যোগে ভরসা পাচ্ছেন পর্যটকেরা, আর নিশ্চিন্তে উপভোগ করছেন সৈকতের সৌন্দর্য।
advertisement
5/6
যদিও আবহাওয়া একেবারেই স্থিতিশীল নয়, তবুও দিঘা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় কমেনি। দূরদূরান্ত থেকে আসা ভ্রমণপিপাসুরা এই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন। অনেকে হাত ধরে হাঁটছেন সৈকতের ধারে, কেউ আবার সেলফিতে বন্দি করছেন মুহূর্তগুলো। ছোটদের কোলাহলে সরগরম সমুদ্রতট। আবহাওয়ার অনিশ্চয়তার মধ্যেই হাসিখুশি মুখে ভ্রমণ উপভোগ করছেন সকলে। প্রকৃতির বৈচিত্র্যই দিঘাকে করে তুলেছে আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু।
যদিও আবহাওয়া একেবারেই স্থিতিশীল নয়, তবুও দিঘা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় কমেনি। দূরদূরান্ত থেকে আসা ভ্রমণপিপাসুরা এই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন। অনেকে হাত ধরে হাঁটছেন সৈকতের ধারে, কেউ আবার সেলফিতে বন্দি করছেন মুহূর্তগুলো। ছোটদের কোলাহলে সরগরম সমুদ্রতট। আবহাওয়ার অনিশ্চয়তার মধ্যেই হাসিখুশি মুখে ভ্রমণ উপভোগ করছেন সকলে। প্রকৃতির বৈচিত্র্যই দিঘাকে করে তুলেছে আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু।
advertisement
6/6
কলকাতা থেকে আসা এক পর্যটক বলেন, “এমন আবহাওয়ায় দিঘাকে একেবারে নতুনভাবে চিনতে পারছি। একদিকে সমুদ্রের উত্তাল ঢেউ, অন্যদিকে কালো মেঘে ঢাকা আকাশ, সব মিলিয়ে এই দৃশ্য সত্যিই অসাধারণ। আমরা সমুদ্রের কাছে দাঁড়িয়েই এর সৌন্দর্য উপভোগ করছি, কারণ নিরাপত্তাই সবচেয়ে জরুরি। এমন আবহাওয়া হয়তো মাঝে মাঝেই আসে, কিন্তু এর মধ্যে দিঘার সৌন্দর্য যেন আরও বেড়ে যায়।”
কলকাতা থেকে আসা এক পর্যটক বলেন, “এমন আবহাওয়ায় দিঘাকে একেবারে নতুনভাবে চিনতে পারছি। একদিকে সমুদ্রের উত্তাল ঢেউ, অন্যদিকে কাল মেঘে ঢাকা আকাশ, সব মিলিয়ে এই দৃশ্য সত্যিই অসাধারণ। আমরা সমুদ্রের কাছে দাঁড়িয়েই এর সৌন্দর্য উপভোগ করছি, কারণ নিরাপত্তাই সবচেয়ে জরুরি। এমন আবহাওয়া হয়তো মাঝে মাঝেই আসে, কিন্তু এর মধ্যে দিঘার সৌন্দর্য যেন আরও বেড়ে যায়।”
advertisement
advertisement
advertisement