Digha News: কালীপুজোয় দিঘায় যাবেন? বাম্পার বন্দোবস্ত রেলের! বাড়ল দিঘা-পাঁশকুড়া স্পেশাল লোকালের সময়সীমা, রইল টাইমটেবিল
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha News: কালী পুজোর সময় দিঘা যাওয়া আরও সহজ হবে। কারণ দারুণ উপহার ভারতীয় রেলের। উৎসবের মুখে দিঘা প্রেমী বাঙালি পর্যটকদের জন্য সুখবর দিল রেলের দক্ষিণ-পূর্ব শাখা।
advertisement
advertisement
advertisement
advertisement
দিঘা যাওয়ার এই পেশাল ট্রেনটির সময়সীমা বৃদ্ধি হওয়ায় খুশি জেলাবাসী। পাঁশকুড়া শহরের বাসিন্দা তথা শিক্ষক অলক মাইতি বলেন, 'এই ট্রেনটি জেলাবাসীর কাছে দিঘা যাওয়ার জন্য অন্যতম সহজ উপায়। শুধু পূর্ব মেদিনীপুর জেলার জন্য নয় পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর ও হাওড়া সহ অন্যান্য জেলার জন্য উপযোগী ট্রেন। কম খরচেই দিঘা যাওয়া যায় এই ট্রেনে করে।'
advertisement