Digha News: দিঘার সমুদ্রে স্নানের আগে সাবধান! ভেসে আসছে বিষাক্ত এই জিনিস! ছোঁয়া লাগলেই সর্বনাশ
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Digha News:বিরাট আতঙ্ক দিঘার সমুদ্রে! পর্যটকদের ভিড়ের মাঝেই ভয়াবহ জিনিস সামনে এল! সমুদ্রে স্নানের আগে সাবধান! ভুলেও ধারে কাছে যাবেন না এই জিনিসের! জানুন
advertisement
advertisement
মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, জেলিফিশ একধরনের অমেরুদন্ডী প্রাণী। নামের শেষে ফিশ থাকলেও আদতে মাছ গোত্রের না। জেলিফিশ সমুদ্রের পাশাপাশি মিষ্টি জলের হ্রদ বা পুকুরেও পাওয়া যায়। জেলিফিশের আয়ুকাল কম। কিন্তু দ্রুত বংশ বিস্তার করতে পারে। বর্তমানে সারাবিশ্বে বিজ্ঞানীরা প্রায় ২ হাজার প্রজাতির জেলিফিশ সনাক্ত করতে পেরেছেন।
advertisement
advertisement
advertisement
কী রোগ বাসা বাঁধতে পারে জেলিফিশ থেকে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জেলিফিশের শরীরে এক ধরনের টক্সিন থাকে। যা মানুষের সংস্পর্শে এলে মানুষের ত্বকে এক ধরনের স্কিন ডিজিজ তৈরি হয়। মানুষের ত্বক লাল হয়ে যায়। ত্বক ফুলে যায় এবং চুলকানি শুরু হয়। বিশেষজ্ঞের অভিমত কিছু কিছু ক্ষেত্রে এই চুলকানি সারা জীবনের জন্য থেকে যায়। নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতিতে জেলিফিশের সংস্পর্শে তৈরি হওয়া স্কিন ডিজিজ কিছুটা নিয়ন্ত্রণ করা যায়।
advertisement
advertisement









