Digha Special Train: দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের চার দিন আগে বাতিল স্পেশাল ট্রেন! প্রবল দুশ্চিন্তায় পর্যটকরা
- Published by:Ratnadeep Ray
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Digha Special Train: স্পেশাল ট্রেন ঘোষণা হল গত মঙ্গলবার। স্পেশাল ট্রেন চালানো হবে না জানিয়ে দেওয়া হল রবিবার। স্পেশাল ট্রেন চালানো নিয়ে মাত্র চার দিনের মধ্যে রেলের সিদ্ধান্ত বদল ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
advertisement
আগামী ৩০ এপ্রিল প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে দিঘা জগন্নাথ ধামের। সেই উপলক্ষে প্রচুর মানুষ এখন দিঘামুখী। গাড়ি নিয়ে প্রবেশ করার ক্ষেত্রে রয়েছে একাধিক বিধি নিষেধ। তাই সকলের ভরসা হচ্ছে ট্রেন। তাই বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল দক্ষিণ পূর্ব রেল। প্রতিদিন বেশ কয়েকটি ট্রেন চলাচল করে। কিন্তু যে পরিমাণ পর্যটক নির্দিষ্ট এই সময়ে দিঘায় যাচ্ছেন তাতে পরিবহণের ব্যবস্থা আরও প্রয়োজন। সেই কারণেই এই বিশেষ সিদ্ধান্ত।
advertisement
রেলের তরফে জানানো হয়েছিল, ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত দিঘাগামী এই বিশেষ ট্রেনগুলি চলবে। প্রত্যেকদিনই নির্ধারিত সময়ে ট্রেন ছাড়বে এবং গন্তব্যে পৌঁছবে বলেই খবর। এই ক'দিন দুপুর ১টা ১০ মিনিটে হাওড়া থেকে একটি দিঘাগামী ট্রেন ছাড়বে। পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিটে। এর ঠিক নয় মিনিট পর অর্থাৎ ১ টা ১৯ মিনিটে দাসনগর থেকে দিঘাগামী এই ট্রেন ছাড়বে এবং ৯ টা ২০ মিনিটে ট্রেনটি দিঘা স্টেশনে পৌঁছবে। এছাড়া দুপুর ১ টা বেজে ২৪ মিনিটে আবার রামরাজাতলা থেকে দিঘাগামী আরও একটি ট্রেন ছাড়বে।
advertisement
পাশাপাশি ২টো বেজে ৩ মিনিটে উলুবেড়িয়া থেকে দিঘাগামী একটি ট্রেন রয়েছে। এখানেই শেষ নয়, দুপুর ২ টো বেজে ১৭ মিনিটে বাগনান থেকে দিঘাগামী এই ট্রেনে উঠতে পারবে যাত্রীরা। ৩ টে ১৯ মিনিটে তমলুক স্টেশন থেকে এই দিঘাগামী ট্রেন ছাড়বে, পৌঁছবে ৭ টা ১০ মিনিটে। এই সব স্পেশাল ট্রেন চালানো হবে না বলে রবিবার দুপুরে জানাল রেল। দক্ষিণ পূর্ব রেলের তরফে উল্লেখ করা হয়েছে, প্রতিদিন যে ট্রেন চলে সেটাই যথেষ্ট। অপারেশনাল কারণে বাতিল করা হয়েছে স্পেশাল ট্রেন। তাম্রলিপ্ত এক্সপ্রেসে ওয়েটিং থাকলেও। কান্ডারি এক্সপ্রেস ফাঁকা আগামী তিন দিন। ফলে যাত্রীদের চাহিদা বুঝেই রেল চালানোর সিদ্ধান্ত।