Digha Jagannath Temple: সোনায় মোড়া জগন্নাথ, বলরাম, সুভদ্রা! স্বর্ণবেশ দেখে আপ্লুত পর্যটকরা, দেখুন ছবিতে

Last Updated:
Digha Jagannath Temple: মুকুট থেকে চরণ পর্যন্ত ঝলমলে সোনায় (গোল্ডপ্লেটেড) সাজিয়ে তোলা হয়েছে। সূর্যের চেয়েও উজ্জ্বল এবং পূর্ণিমার চাঁদের চেয়েও জ্যোতির্ময়। 'অপূর্ব সে আলো'য় মোহিত ভক্তকুল।
1/7
*জগন্নাথের স্বর্ণ বেশ দেখতে দিঘায় জগন্নাথ মন্দিরের পর্যটকদের ভিতরে। উল্টোরথ দিয়ে রথযাত্রা শেষ হলেও এখনও মূল মন্দিরে প্রবেশ করতে পারেননি জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী। তার কারণ দেব দেবীর মান অভিমানের পালা। রথেই রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথে থেকেই তাদের স্বর্ণ বেশে সাজিয়ে তোলা হয়েছে। আর তা দেখতে ভিড় করছে দিঘায় আসা পর্যটক থেকে ভক্তরা।
*জগন্নাথের স্বর্ণ বেশ দেখতে দিঘায় জগন্নাথ মন্দিরের পর্যটকদের ভিতরে। উল্টোরথ দিয়ে রথযাত্রা শেষ হলেও এখনও মূল মন্দিরে প্রবেশ করতে পারেননি জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী। তার কারণ দেব দেবীর মান অভিমানের পালা। রথেই রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথে থেকেই তাদের স্বর্ণ বেশে সাজিয়ে তোলা হয়েছে। আর তা দেখতে ভিড় করছে দিঘায় আসা পর্যটক থেকে ভক্তরা।
advertisement
2/7
*৯ দিনের দীর্ঘ রথযাত্রা শেষে শ্রীমন্দিরে ফিরতে পারেননি স্বয়ং জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রা। কারণ, মন্দিরের মূল ফটকে দ্বার এঁটে দাঁড়িয়ে আছেন জগন্নাথের দুই পত্নী, লক্ষ্মী ও সত্যভামা। গভীর অভিমানে তাঁদের প্রশ্ন, 'কেন তাঁদের ছেড়ে ৯ দিন ধরে বাইরে ছিলেন আর এখন কিসের জন্য ফিরলেন?' এই মান-অভিমানের পর্ব আপাতত চলতেই থাকবে। তবে মন্দিরের দরজা বন্ধ থাকলেও, ভগবান তাঁর ভক্তদের থেকে দূরে নেই।
*৯ দিনের দীর্ঘ রথযাত্রা শেষে শ্রীমন্দিরে ফিরতে পারেননি স্বয়ং জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রা। কারণ, মন্দিরের মূল ফটকে দ্বার এঁটে দাঁড়িয়ে আছেন জগন্নাথের দুই পত্নী, লক্ষ্মী ও সত্যভামা। গভীর অভিমানে তাঁদের প্রশ্ন, 'কেন তাঁদের ছেড়ে ৯ দিন ধরে বাইরে ছিলেন আর এখন কিসের জন্য ফিরলেন?' এই মান-অভিমানের পর্ব আপাতত চলতেই থাকবে। তবে মন্দিরের দরজা বন্ধ থাকলেও, ভগবান তাঁর ভক্তদের থেকে দূরে নেই।
advertisement
3/7
*তবে মন্দিরের দরজা বন্ধ থাকলেও, ভগবান তাঁর ভক্তদের থেকে দূরে নেই। মন্দিরের বাইরে, অসীম আকাশের নিচে,জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা বিশ্বকে দর্শন দিচ্ছেন তাঁদের পূর্ণ স্বর্ণ মহিমায়। জগন্নাথধাম মন্দিরের বিশাল দরজা বন্ধ থাকলেও, তিন দেব-দেবী নিজ নিজ রথে অধিষ্ঠিত। তাঁদের মুকুট থেকে চরণ পর্যন্ত ঝলমলে সোনায় (গোল্ডপ্লেটেড) সাজিয়ে তোলা হয়েছে। যা সূর্যের চেয়েও উজ্জ্বল এবং পূর্ণিমার চাঁদের চেয়েও জ্যোতির্ময়। 'অপূর্ব সে আলো'য় মোহিত ভক্তকুল।
*তবে মন্দিরের দরজা বন্ধ থাকলেও, ভগবান তাঁর ভক্তদের থেকে দূরে নেই। মন্দিরের বাইরে, অসীম আকাশের নিচে,জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা বিশ্বকে দর্শন দিচ্ছেন তাঁদের পূর্ণ স্বর্ণ মহিমায়। জগন্নাথধাম মন্দিরের বিশাল দরজা বন্ধ থাকলেও, তিন দেব-দেবী নিজ নিজ রথে অধিষ্ঠিত। তাঁদের মুকুট থেকে চরণ পর্যন্ত ঝলমলে সোনায় (গোল্ডপ্লেটেড) সাজিয়ে তোলা হয়েছে। যা সূর্যের চেয়েও উজ্জ্বল এবং পূর্ণিমার চাঁদের চেয়েও জ্যোতির্ময়। 'অপূর্ব সে আলো'য় মোহিত ভক্তকুল।
advertisement
4/7
*মন্দিরের পুরোহিত রাধারমণ দাস বলেন, 'গোটা ব্রহ্মাণ্ডের অধিপতি জগন্নাথ, তাঁর ভাইবোনদের সঙ্গে রথের ওপর আসীন। ভক্তদের সমুদ্রে দিব্য পর্বতের মতো দাঁড়িয়ে আছেন। অসংখ্য ভক্তের আকাঙ্ক্ষা পূর্ণ করতে তাঁরা সোনাবেশে আবির্ভূত হয়েছেন।' এদিনের এই বিশেষ পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত।
*মন্দিরের পুরোহিত রাধারমণ দাস বলেন, 'গোটা ব্রহ্মাণ্ডের অধিপতি জগন্নাথ, তাঁর ভাইবোনদের সঙ্গে রথের ওপর আসীন। ভক্তদের সমুদ্রে দিব্য পর্বতের মতো দাঁড়িয়ে আছেন। অসংখ্য ভক্তের আকাঙ্ক্ষা পূর্ণ করতে তাঁরা সোনাবেশে আবির্ভূত হয়েছেন।' এদিনের এই বিশেষ পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত।
advertisement
5/7
*দিঘা জগন্নাথ মন্দির সূত্রে জানা যায়, রথের পর জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর এই স্বর্ণবেশ দেখতে লক্ষ লক্ষ ভক্ত প্রতিদিন ভিড় জমাচ্ছেন। এ পর্যন্ত প্রায় তিন লক্ষ ভক্ত জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই স্বর্ণবেশ দর্শন করেছেন। ৮ জুলাই পর্যন্ত এই স্বর্ণবেশ থাকবে। তারপর নীলাদ্রি বিজয় উৎসবের মাধ্যমে মূল মন্দিরে প্রবেশ করবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
*দিঘা জগন্নাথ মন্দির সূত্রে জানা যায়, রথের পর জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর এই স্বর্ণবেশ দেখতে লক্ষ লক্ষ ভক্ত প্রতিদিন ভিড় জমাচ্ছেন। এ পর্যন্ত প্রায় তিন লক্ষ ভক্ত জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই স্বর্ণবেশ দর্শন করেছেন। ৮ জুলাই পর্যন্ত এই স্বর্ণবেশ থাকবে। তারপর নীলাদ্রি বিজয় উৎসবের মাধ্যমে মূল মন্দিরে প্রবেশ করবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
advertisement
6/7
*মেদিনীপুরের চন্দ্রকোণা টাউন থেকে আসা উদয় সামই এবং খানাকুলের অরিজিৎ পাল জানান, বন্ধ মন্দিরেও ভগবানের অবারিত দর্শন ও সোনাবেশের মহিমা দেখে তাঁরা আপ্লুত।দিঘায় এমন এক বিশেষ পাওনা পেয়েছেন বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেড়াতে আসা ও মন্দির দেখতে আসা সকল ভক্ত ও পর্যটকরা।
*মেদিনীপুরের চন্দ্রকোণা টাউন থেকে আসা উদয় সামই এবং খানাকুলের অরিজিৎ পাল জানান, বন্ধ মন্দিরেও ভগবানের অবারিত দর্শন ও সোনাবেশের মহিমা দেখে তাঁরা আপ্লুত। দিঘায় এমন এক বিশেষ পাওনা পেয়েছেন বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেড়াতে আসা ও মন্দির দেখতে আসা সকল ভক্ত ও পর্যটকরা।
advertisement
7/7
*পুরাণ ও লোকাচার মতে, একাদশীর এই বিশেষ পুণ্যতিথিতে স্বর্গও যেন থমকে যায় এবং মর্ত্য ও দেবভূমির ভেদাভেদ ঘুচে যায়। জগন্নাথদেব শাড়ি পাঠিয়ে এবং রসগোল্লা ছুঁড়ে দুই পত্নীর মানভঞ্জন করে তবেই মন্দিরে প্রবেশ করতে পারবেন। আগামী ৮ জুলাই, এই উপলক্ষে অনুষ্ঠিত হবে নীলাদ্রি বিজয় অনুষ্ঠান। তার মধ্যে দিয়ে সম্পূর্ণ হবে রথযাত্রা উৎসব এবং জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা শ্রীমন্দিরে প্রবেশ করে আবার ভক্তদের দর্শন দেবেন।
*পুরাণ ও লোকাচার মতে, একাদশীর এই বিশেষ পুণ্যতিথিতে স্বর্গও যেন থমকে যায় এবং মর্ত্য ও দেবভূমির ভেদাভেদ ঘুচে যায়। জগন্নাথদেব শাড়ি পাঠিয়ে এবং রসগোল্লা ছুঁড়ে দুই পত্নীর মানভঞ্জন করে তবেই মন্দিরে প্রবেশ করতে পারবেন। আগামী ৮ জুলাই, এই উপলক্ষে অনুষ্ঠিত হবে নীলাদ্রি বিজয় অনুষ্ঠান। তার মধ্যে দিয়ে সম্পূর্ণ হবে রথযাত্রা উৎসব এবং জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা শ্রীমন্দিরে প্রবেশ করে আবার ভক্তদের দর্শন দেবেন।
advertisement
advertisement
advertisement