Digha Jagannath Temple: দিঘা জগন্নাথ ধামে নজরকাড়া দেব দীপাবলি, ১০ হাজার প্রদীপে আলোকিত হয়ে উঠল মন্দির

Last Updated:
রাস পূর্ণিমার রাতে দিঘা জগন্নাথ মন্দিরে চোখ ধাঁধানো প্রদীপের আলো। প্রায় ১০ হাজার প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠল দিঘা জগন্নাথ মন্দির।
1/6
রাস পূর্ণিমার রাতে দিঘা জগন্নাথ মন্দিরে চোখ ধাঁধানো প্রদীপের আলো। প্রায় ১০ হাজার প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠল দিঘা জগন্নাথ মন্দির। দামোদর মাসের শেষ দিনে এই দেব দীপাবলি উৎসবের আয়োজন ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রদীপের আলোয় ঝলমল করে উঠে জগন্নাথ মন্দির প্রতিটি কোণা। এই দেব দীপাবলি উৎসবে অংশ নিতে দূর দূরান্ত থেকে বহু ভক্ত নিয়েছিলেন দিঘা জগন্নাথ মন্দিরে। (তথ্য ও ছবি: মদন মাইতি)
রাস পূর্ণিমার রাতে দিঘা জগন্নাথ মন্দিরে চোখ ধাঁধানো প্রদীপের আলো। প্রায় ১০ হাজার প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠল দিঘা জগন্নাথ মন্দির। দামোদর মাসের শেষ দিনে এই দেব দীপাবলি উৎসবের আয়োজন ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রদীপের আলোয় ঝলমল করে উঠে জগন্নাথ মন্দির প্রতিটি কোণা। এই দেব দীপাবলি উৎসবে অংশ নিতে দূর দূরান্ত থেকে বহু ভক্ত নিয়েছিলেন দিঘা জগন্নাথ মন্দিরে। (তথ্য ও ছবি: মদন মাইতি)
advertisement
2/6
জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এটা ছিল প্রথম দামোদর মাস। দামোদর মাসে প্রতিদিন ভগবান কৃষ্ণকে দীপ দান করা হয়েছে। সেই ঐতিহ্য মেনে শেষ দিনে বৃহৎ পরিসরে পালিত হয় দেব দীপাবলি। দিঘা জগন্নাথ মন্দিরে বুধবার রাতে প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি চলে বিশেষ পুজো ও ভজন কীর্তন। সন্ধ্যা নামতেই এক অন্য রূপে দেখা গেল মন্দিরকে। মন্দিরেও আগত দর্শনার্থীরাও এদিন প্রদীপ প্রজনন করে ভগবানের কাছে প্রার্থনা করেন।
জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এটা ছিল প্রথম দামোদর মাস। দামোদর মাসে প্রতিদিন ভগবান কৃষ্ণকে দীপ দান করা হয়েছে। সেই ঐতিহ্য মেনে শেষ দিনে বৃহৎ পরিসরে পালিত হয় দেব দীপাবলি। দিঘা জগন্নাথ মন্দিরে বুধবার রাতে প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি চলে বিশেষ পুজো ও ভজন কীর্তন। সন্ধ্যা নামতেই এক অন্য রূপে দেখা গেল মন্দিরকে। মন্দিরেও আগত দর্শনার্থীরাও এদিন প্রদীপ প্রজনন করে ভগবানের কাছে প্রার্থনা করেন।
advertisement
3/6
বুধবার রাস পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই শুরু হয়েছিল নানা কর্মসূচি। ভোরে মঙ্গল আরতি দিয়ে শুরু। এরপর সারাদিন ধরে চলে জগন্নাথ দেবের বিশেষ পুজো, অভিষেক, ৫৬ ভোগ বিতরণ। ভজন কীর্তনে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির চত্বর। দেব দীপাবলি উপলক্ষে ভক্তদের ভিড় সামলাতে সামলাতে মন্দিরে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
বুধবার রাস পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই শুরু হয়েছিল নানা কর্মসূচি। ভোরে মঙ্গল আরতি দিয়ে শুরু। এরপর সারাদিন ধরে চলে জগন্নাথ দেবের বিশেষ পুজো, অভিষেক, ৫৬ ভোগ বিতরণ। ভজন কীর্তনে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির চত্বর। দেব দীপাবলি উপলক্ষে ভক্তদের ভিড় সামলাতে সামলাতে মন্দিরে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
advertisement
4/6
দামোদর মাসের শেষ দিনে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নতুন বস্ত্র ও অলংকারে সজ্জিত করা হয়। রং বাহারি ফুলে সাজিয়ে তোলা হয়। এছাড়াও ৫৬ ভোগের আয়োজন ছিল এলাহি। মিষ্টি, ফল, পায়েশ, নানা পদে সাজানো হয় জগন্নাথের ভোগ। মন্দিরের প্রতিটি কোণায় ছিল সুগন্ধির ঘ্রাণ। সন্ধ্যা নামতেই হাজার হাজার প্রদীপে আলোকিত হয়ে ওঠে গোটা জগন্নাথ মন্দির।
দামোদর মাসের শেষ দিনে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নতুন বস্ত্র ও অলংকারে সজ্জিত করা হয়। রং বাহারি ফুলে সাজিয়ে তোলা হয়। এছাড়াও ৫৬ ভোগের আয়োজন ছিল এলাহি। মিষ্টি, ফল, পায়েশ, নানা পদে সাজানো হয় জগন্নাথের ভোগ। মন্দিরের প্রতিটি কোণায় ছিল সুগন্ধির ঘ্রাণ। সন্ধ্যা নামতেই হাজার হাজার প্রদীপে আলোকিত হয়ে ওঠে গোটা জগন্নাথ মন্দির।
advertisement
5/6
দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি কমিটির অন্যতম সদস্য রাধারমন দাস জানান, “গতকাল রাতে দামোদর মাসের শেষ দিনে আমরা দেব দীপাবলি পালন করেছি। প্রথম বছর ১০ হাজার প্রদীপে মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে। দিনভর ছিল নানা ধর্মীয় অনুষ্ঠান। মন্দিরের ভক্তদের ভিড় অনেকটাই বেশি ছিল। ভগবানের আশীর্বাদে সবকিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে।
দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি কমিটির অন্যতম সদস্য রাধারমন দাস জানান, “গতকাল রাতে দামোদর মাসের শেষ দিনে আমরা দেব দীপাবলি পালন করেছি। প্রথম বছর ১০ হাজার প্রদীপে মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে। দিনভর ছিল নানা ধর্মীয় অনুষ্ঠান। মন্দিরের ভক্তদের ভিড় অনেকটাই বেশি ছিল। ভগবানের আশীর্বাদে সবকিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে।"
advertisement
6/6
দিঘা জগন্নাথ মন্দিরে প্রথম দেব দীপাবলি উৎসব ঘিরে ভক্তদের উৎসাহ ছিল তুঙ্গে। স্থানীয় প্রশাসন ও মন্দির কমিটির তৎপরতায় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রংবাহারি আলোকসজ্জা ও রকমারি ফুলে নতুন সাজে সেজে উঠেছিল জগন্নাথ মন্দির। যদিও লক্ষ লক্ষ ভক্তদের ভিড় সামলাতে দিঘায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থাও ছিল জোরদার। (তথ্য ও ছবি: মদন মাইতি)
দিঘা জগন্নাথ মন্দিরে প্রথম দেব দীপাবলি উৎসব ঘিরে ভক্তদের উৎসাহ ছিল তুঙ্গে। স্থানীয় প্রশাসন ও মন্দির কমিটির তৎপরতায় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রংবাহারি আলোকসজ্জা ও রকমারি ফুলে নতুন সাজে সেজে উঠেছিল জগন্নাথ মন্দির। যদিও লক্ষ লক্ষ ভক্তদের ভিড় সামলাতে দিঘায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থাও ছিল জোরদার। (তথ্য ও ছবি: মদন মাইতি)
advertisement
advertisement
advertisement