Digha: দিঘার জগন্নাথ ধামে এখন কী চলছে জানেন? জন্মাষ্টমীর সকালের ছবি দেখুন, সরাসরি!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha Jagannath Mandir arati on janmashtami জন্মাষ্টমীর দিন সকাল থেকেই মঙ্গলারতি দিয়ে আরাধনা শুরু হয়েছে। মন্দির চত্বরেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাম সংকীর্তন। পালিত হচ্ছে জন্মাষ্টমীর একাধিক রীতিনীতি। মধ্যরাত পর্যন্ত চলবে জন্মাষ্টমী উৎসব পালন।
advertisement
advertisement
advertisement
জন্মাষ্টমীর দিন সকাল থেকেই শুরু হয়েছে যাবতীয় আচারবিধি। দিনভর চলবে মঙ্গল আরতি এবং কীর্তন। অন্যান্য দিন রাত্রি ৯ টায় মন্দিরের দরজা বন্ধ হয়ে গেলেও জন্মাষ্টমীর বিশেষ পুজোতে রাত্রি ১২টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে মন্দিরের দ্বার। মন্দির সূত্রে জানা যায় জন্মাষ্টমী উপলক্ষে জগন্নাথ ধামে প্রায় দেড় থেকে ২ লক্ষ ভক্তের সমাগম হয়েছে।
advertisement
সকাল থেকে শুরু হয়েছে পূজোপাঠ মঙ্গল আরতি। দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত প্রভুর বিশ্রামের জন্য মন্দির বন্ধ থাকবে। ৩টার পর থেকে রাত্রি ১০টা পর্যন্ত চলবে মঙ্গল আরতি পুজোপাঠ নাম সংকীর্তন। রাত্রি ১০টা থেকে ১১.৩০ মিনিটের মধ্যে শ্রীকৃষ্ণের অভিষেক পর্ব অনুষ্ঠিত হবে। ১১:৩০ মিনিট থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত ৫৬ ভোগ নিবেদন করা হবে প্রভুর উদ্দেশ্যে। রাত্রি ১২ টায় দিঘা জগন্নাথ মন্দিরে মহা আরতি অনুষ্ঠিত হবে। ভক্তরা এই মহান আরতি দর্শন করতে পারবে।
advertisement
জন্মাষ্টমী তিথি উপলক্ষে দিঘায় ইতিমধ্যে ভক্তদের সমাগম মন্দিরে। ৫৬ ভোগে দেওয়া নাড়ু প্রসাদ হিসাবে বিতরণ করা হবে ভক্তদের মাঝে। দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টের সদস্য রাধারমন দাস বলেন, "সকাল থেকেই শুরু হয়েছে পুজোপাট আরতি নাম সংকীর্তন। রীতি মেনে পরপর অনুষ্ঠান চলবে জগন্নাথ ধামে। বহু ভক্তের সমাগম হয়েছে। ভক্তদের মধ্যে ৫৬ ভোগের নাড়ু প্রসাদ হিসাবে বিতরণ করা হবে।" দিঘা জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে মহা ধুমধামের সঙ্গেই।