Digha Ilish: অবিকল যেন ইলিশ...! দিঘায় এসে হুড়মুড়িয়ে ওটা কী মাছ কিনছেন পর্যটকরা? আঁতকে উঠবেন নাম শুনলে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Ilish: শহর থেকে জেলার বাজারে নকল ইলিশ ছেয়ে গেছে। আসল ইলিশ চিনতে না পেরে অনেকেই নকল মাছই আসল ভেবে কিনে বাড়ি ফিরছেন।
advertisement
দেখতে অবিকল ইলিশের মত! চকচকে রুপালী গায়ের রং, পেটটাও চওড়া। বরফ বিছানো শালপাতার ওপর পাশাপাশি দুটি মাছ রেখে দিলে খুব কম লোকই ধরতে পারবেন কোনটা আসল আর কোনটা নকল ইলিশ। তাই রমরমিয়ে চলছে নকল মাছ বিক্রি। তাও আবার সামুদ্রিক মাছের স্বর্গ দিঘা মোহনায়! দিঘা মোহনার কাছে ইলিশের বদলে পর্যটকদের গুছিয়ে দেওয়া হচ্ছে ইলিশের দামে আরব সাগরের খয়রা ইলিশ।
advertisement
দিঘা মোহনা মাছ বিপণন কেন্দ্র পূর্ব ভারতের সর্ববৃহৎ সামুদ্রিক মাছের নিলাম কেন্দ্র। রোজ চলে কোটি কোটি টাকার মাছের কেনাবেচা। মোহনার কোলে ভোরের সূর্যোদয় দেখতে এসে মৎস্য নিলাম কেন্দ্রে ভিড় জমান পর্যটকেরা। চোখের সামনে টাটকা মাছ দেখার পর স্বাদ গ্রহণের লোভ সম্বরণ করতে পারেন না অনেকেই। কিন্তু নিলাম কেন্দ্রে মূলত পাইকারি মাছের কারবার চলে। খুচরো দু'এক কেজি মাছ কেনার সুযোগ নেই সেখানে।
advertisement
পর্যটকদের এই চাহিদাকে পুঁজি করে মৎস্য নিলাম কেন্দ্রের অদূরে মোহনার তীর । সেখানেই গ্রোয়িং বাঁধ চত্বরে মাছের দোকান খুলে বসেছেন কিছু মানুষ। তাঁদের বিরুদ্ধেই অভিযোগ উঠছে লোক ঠকানোর। দিঘার ইলিশের নাম করে চড়া দামে আরব সাগরের সস্তার খয়রা মাছ গছিয়ে দেওয়া হচ্ছে পর্যটকদের। ইলিশের মতো দেখতে হওয়ায় ইলিশের নামে ও দামে পর্যটকরা কিনছে এই আরব সাগরের খয়রা।
advertisement
বঙ্গোপসাগরের খয়রা আকারে ছোট। সে মাছ সহজেই চেনা যায়। কিন্তু আরব সাগরের খয়রা মাছ তুলনায় অনেকটাই বড়, আবার হুবহু ইলিশের মত দেখতে। ফলে বিভ্রান্তি বাড়ছে। অন্যদিকে জোগানে টান থাকা সত্বেও ইলিশের চাহিদা তুঙ্গে থাকায় দ্বিধাহীন ভাবেই লোক ঠকিয়ে চলেছেন মাছের কারবারিরা। দিঘার ইলিশের দামেই বিক্রি করছেন খয়রা।
advertisement
advertisement
দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, 'এই সময় ইলিশের চাহিদা থাকে। আরব সাগরের খয়রা গুজরাট থেকে আমদানি হয়। দেখতে হুবহু ইলিশের মত। মৎস্য নিলাম কেন্দ্রের অদূরে যারা বিক্রি করছে তারা অ্যাসোসিয়েশনের সদস্য না। তবে ইলিশের নামে ও দানে গুজরাট থেকে আমদানি করা আরব সাগরের খয়রা বিক্রি করা এক প্রকার অপরাধ।' দিঘায় ইলিশের নামে ও দামে আরব সাগরের খয়রা বিক্রি হচ্ছে বলে জানান বেশ কিছু মাছ ব্যবসায়ীরাও।
advertisement
দিঘায় আসা বহু পর্যটকের ইচ্ছে থাকে, ইলিশ মাছ বাড়ি নিয়ে যাওয়ার। কিন্তু বর্তমানে ইলিশের দোকানে ঘাটতি দিঘায়। ফলে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ক্রেতাদের চাহিদা বুঝেই শুরু করেছে জোচ্চুরির কারবার। ইলিশের নামেও দামে গছিয়ে দিচ্ছে কমদামি আরব সাগরের খয়রা। ফলে দিঘা এসে ইলিশ মাছ কেনার আগে সতর্ক থাকুন। (ছবি ও তথ্য: সৈকত শী)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement