East Medinipur News: ভয়ঙ্কর সুন্দর! রাখি পূর্ণিমার ভরা কোটালে উত্তাল সমুদ্র, দানবীয় ঢেউ, প্রবল ভিড় সৈকত সরণীতে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
রাখি পূর্ণিমার ভরা কোটালে উত্তাল সমুদ্র। দিঘায় তীব্র জলোচ্ছ্বাস। আনন্দে মাতোয়ারা পর্যটকেরা। দিঘায় এদিন জোয়ারের সময় প্রবল জলোচ্ছ্বাস লক্ষ্য করা গেল। দানবীয় ঢেউ আছড়ে পড়ছে দিঘার সৈকত সরণীতে। আর জলোচ্ছ্বাসে ভিজে আনন্দে আত্মহারা পর্যটকেরা।
advertisement
জেলা তথা রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা বর্ষা সব ঋতুতেই সমান জনপ্রিয় পর্যটকদের কাছে। সমুদ্রের মাতাল করার জলোচ্ছ্বাস পর্যটকদের আরও বেশি আকর্ষিত করছে। হওয়ায় জোয়ারের সময় ফুলে ফেঁপে উঠছে সমুদ্রের জল। আর বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে দিঘা সৈকত সরণীর গার্ড ওয়ালে। সৈকত সরণীতে দাঁড়িয়ে পর্যটকেরা সমুদ্র স্নানের মজা নিল আত্মীয়-পরিজন বন্ধুদের সঙ্গে। (ছবি ও তথ্য :সৈকত শী)
advertisement
চলতি সপ্তাহের শেষে দিঘায় পর্যটকের ভিড় বাড়ছে। সমুদ্রের ভয়ঙ্কর রূপ উপভোগ করার জন্য বহু পর্যটক এসেছেন। এদিন সকালে জোয়ারের সময় হাওয়ার ফুলে ওঠেছে সমুদ্রের জল। সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্রে নামতে বাধা দিচ্ছে পুলিশ প্রশাসন। সৈকত সরণী জুড়ে মোতায়ন রয়েছে নুলিয়া ও পুলিশ। উত্তাল সমুদ্রের নামতে না পারলেও, পর্যটকদের মনে বিন্দুমাত্র আক্ষেপ নেই জলোচ্ছ্বাসের কারণে। (ছবি ও তথ্য :সৈকত শী)
advertisement
সমুদ্রের জলোচ্ছ্বাস বর্ষাকালে দিঘায় পর্যটকদের আরও বেশি আকর্ষণীয় করে তোলে। সমুদ্রের এই ভয়ঙ্কর সুন্দর রূপে মজে উঠেছেন পর্যটকেরা। সমুদ্রের এই ভয়ঙ্কর রূপ দেখতে সৈকত সরণীতে হাজির হয় পর্যটকেরা। হাওয়ায় জোয়ারের সময় উত্তাল সমুদ্র। দানবীয় ঢেউ গার্ড ওয়াল টপকে আছড়ে পড়ে সৈকত সরণীতে। উত্তাল সমুদ্রে নেমে সমুদ্র স্নানের মজা না নিতে পারলেও জলোচ্ছ্বাসের বড় বড় ঢেউর ঝাপটায় সমুদ্র স্নানের তারিয়ে তারিয়ে উপভোগ করল পর্যটকেরা। (ছবি ও তথ্য :সৈকত শী)
advertisement
advertisement
দিঘায় আসা পর্যটকেরা জানিয়েছেন, 'সমুদ্রের ভয়ংকর সুন্দর রূপ তাদের আকৃষ্ট করেছে। জলোচ্ছ্বাসের ঝাপটায় সকালবেলা সমুদ্র স্নানের মজা নিয়ে খুশি তাঁরা।' বর্ষায় দিঘার এই ভয়ংকর সুন্দর রূপে মজে উঠেছে পর্যটকেরা। দিঘায় মনোরম আবহাওয়ায় চলতি উইকন্ডে পর্যটকের ঢল নেমেছে সমুদ্র সৈকতে। দিঘায় আসা পর্যটকেরা শুধু সমুদ্রদর্শন নয় তার সঙ্গে বাড়তি মজা তীব্র জলোচ্ছ্বাস তারিয়ে তারিয়ে উপভোগ করছে। শনিবার সকালে সেই দৃশ্য ধরা পড়ল ওল্ড দিঘা থেকে নিউ দিঘা সৈকত সরণীতে।