Digha-Hilsa Fish: দিঘার মোহনায় বিরাট খবর! দুর্গাপুজোর আগেই উপচে পড়বে টন টন ইলিশ! মিলবে একেবারে জলের দামে...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha-Hilsa Fish: সেপ্টেম্বরের শুরুতে ইলিশের যোগান ভালো থাকায় দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের মৎস্যজীবীরা আশা করছেন দুর্গাপুজোর সময়ও ইলিশ পাওয়া যাবে দিঘায়। মূলত ছোট নৌকা ও ভুটভুটিগুলি থেকে উঠে আসছে ভাল পরিমাণে ইলিশ।
advertisement
এবার কি দুর্গাপুজোয় পাওয়া যাবে দিঘার ইলিশ? এটা এখন বিরাট প্রশ্ন৷ পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র শুধু রাজ্যের না, পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মাছ উৎপাদনের কেন্দ্র। বিগত কয়েক বছর জলের রূপোলি শস্য ইলিশের দেখা নেই। তবে মৎস্যজীবীরা আশাবাদী এবার পুজোয় দিঘায় প্রচুর ইলিশ পাওয়া যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এ বিষয়ে দিঘা মোহনা ফিশারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি নবকুমার পয়ড়্যা জানান, 'মাছ ধরার মরশুম শুরু থেকেই ইলিশের দেখা পাওয়া যায়নি। তবে সেপ্টেম্বর মাসের শুরু থেকে ইলিশ নিয়ে চিত্রটা বদলেছে। প্রতিদিনই ভাল পরিমান ইলিশ উঠে আসছে বর্তমানে। আশা করা যাচ্ছে পুজোর সময়ও ইলিশ উঠবে দিঘায়।'
advertisement