Digha draws huge crowd : দীঘায় হাজার হাজার মানুষ! সৈকত ঢেকেছে কালো মাথায়! বড়দিনে আতঙ্ক বাড়াচ্ছে সমুদ্র সৈকত

Last Updated:
Digha draws huge crowd : বড়দিনে গোটা রাজ্যের মানুষ যেন পৌঁছে গিয়েছেন দীঘায়! কোথায় করোনা! মানুষের ভিড় দেখে বাড়ছে আতঙ্ক
1/6
বড়দিনের আমেজে মেতে উঠেছে বাঙালিরা। এই দিনে বহু মানুষ ভিড় জমিয়েছেন দীঘার সমুদ্র সৈকতে। হাজার হাজার মানুষে ছেয়ে গিয়েছে দীঘার সমুদ্র সৈকত।
বড়দিনের আমেজে মেতে উঠেছে বাঙালিরা। এই দিনে বহু মানুষ ভিড় জমিয়েছেন দীঘার সমুদ্র সৈকতে। হাজার হাজার মানুষে ছেয়ে গিয়েছে দীঘার সমুদ্র সৈকত।
advertisement
2/6
চারিদিকে শুধু কালো মাথায় ছেয়ে রয়েছে। সমুদ্রে নেমে পড়ছেন সকলে। মাস্ক বা সোশ্যাল দূরত্ব মানার বালাই নেই বললেই চলে। এই ছবি দেখে কে বলবে ফের চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস।
চারিদিকে শুধু কালো মাথায় ছেয়ে রয়েছে। সমুদ্রে নেমে পড়ছেন সকলে। মাস্ক বা সোশ্যাল দূরত্ব মানার বালাই নেই বললেই চলে। এই ছবি দেখে কে বলবে ফের চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস।
advertisement
3/6
ওমিক্রন নিয়ে ফের চিন্তার ছাপ গবেষকদের মধ্যে। কিন্তু উৎসব প্রিয় বাঙালি কিন্তু সে সব ভাবতে নারাজ। সব কিছু ভুলে তাঁরা মেতে উঠেছে আনন্দে।
ওমিক্রন নিয়ে ফের চিন্তার ছাপ গবেষকদের মধ্যে। কিন্তু উৎসব প্রিয় বাঙালি কিন্তু সে সব ভাবতে নারাজ। সব কিছু ভুলে তাঁরা মেতে উঠেছে আনন্দে।
advertisement
4/6
রেকর্ড সংখ্যক লোক গিয়েছেন দীঘাতে। এই খবর পর্যটন শিল্পের জন্য অবশ্যই ভাল। তবে করোনা পরিস্থিতির কথা ভাবলে কিন্তু বেশ ভয়ের।
রেকর্ড সংখ্যক লোক গিয়েছেন দীঘাতে। এই খবর পর্যটন শিল্পের জন্য অবশ্যই ভাল। তবে করোনা পরিস্থিতির কথা ভাবলে কিন্তু বেশ ভয়ের।
advertisement
5/6
বনভোজন ও সমুদ্রস্নানে মেতে উঠেছেন পর্যটকরা। নিউ থেকে ওল্ড দীঘার সঙ্গে উদয়পুর সি বিচ এবং মান্দারমনি, শংকরপুর, তাজপুর জুড়েই বড়দিনের সকাল থেকে ভিড় জমিয়েছেন পর্যটকরা।
বনভোজন ও সমুদ্রস্নানে মেতে উঠেছেন পর্যটকরা। নিউ থেকে ওল্ড দীঘার সঙ্গে উদয়পুর সি বিচ এবং মান্দারমনি, শংকরপুর, তাজপুর জুড়েই বড়দিনের সকাল থেকে ভিড় জমিয়েছেন পর্যটকরা।
advertisement
6/6
শুধু কলকাতা নয়, বিভিন্ন রাজ্য থেকে দীঘায় এসেছেন পর্যটকরা। ঝাউবনে মেতেছেন পিকনিকে।
শুধু কলকাতা নয়, বিভিন্ন রাজ্য থেকে দীঘায় এসেছেন পর্যটকরা। ঝাউবনে মেতেছেন পিকনিকে।
advertisement
advertisement
advertisement