স্বাদে গন্ধে ভরপুর! ভিন জেলার মানুষের মন মাতাচ্ছে দুর্গাপুর ব্যারেজের বিখ্যাত এই জিনিস!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
ভিন জেলায় ব্যাপক চাহিদা দুর্গাপুর ব্যারেজের বিখ্যাত কুচো চিংড়ির। দাম ৩০০ থেকে ৬০০ টাকা প্রতি কেজি।
দুর্গাপুর ব্যারেজের বিখ্যাত কুচো চিংড়ির বাজার তুঙ্গে শিলিগুড়ি সহ একাধিক জেলায়। তাই দামোদর নদের দুর্গাপুর ব্যারেজের সুস্বাদু কুচো চিংড়ি আজও দেদার রপ্তানি হচ্ছে ভিন জেলায়।
advertisement
দুর্গাপুর ব্যারেজের বিখ্যাত মাছ ছিল কালো রঙের দেড় হাত দাঁড়ওয়ালা গলদা চিংড়ি। যা আজ বিলুপ্তির পথে। তবে কুচো চিংড়ির বাজার গলদার থেকে কোনও ক্ষেত্রে কম যায়না বলে দাবি মৎস্যজীবীদের।
advertisement
তবে দুর্গাপুরের থেকে এই মাছের চাহিদা ভিন জেলায় অনেক বেশি থাকায় দুর্গাপুরের বাজার গুলিতে খুব একটা মেলে না নদের এই চিংড়ি।
advertisement
দামোদর নদ খরস্রোতা। নদে সারাবছর জল থাকে না। কিন্তু ওই জলাধারে জল জমিয়ে রাখা হয় শিল্প ও কৃষি কাজে ব্যবহারের জন্য। আর সেখানেই অনুকূল পরিবেশ পেয়ে জন্ম নেয় এই কুচো চিংড়ি।তবে বর্ষাকালে বিপুল পরিমাণে ওই চিংড়ি মাছ উৎপন্ন হয় এই নদে।
advertisement
এত বিপুল সংখ্যক মাছ দুর্গাপুরের বাজারে এলে স্বাভাবিকভাবেই মূল্য কমে যেত বলে দাবি মৎস্যজীবীদের।প্রতিদিন প্রায় ৬- ৭ কুইন্ট্যাল কুচো চিংড়ি ধরা হয়। ওই চিংড়ি মাছ এলাকার ৫ টি আড়তে বিক্রি করেন তাঁরা।
advertisement