Crorepati Thief: কোটিপতি চোর, গ্রামের মধ্যে 'রাজপ্রাসাদ', ঝাড়বাতি, বাথটাব, ডায়মন্ড হারবারে তাজ্জব পুলিশও

Last Updated:
কোটি টাকার সম্পত্তি। চোরের রাজপ্রাসাদ! তিন তলা বিশাল বাড়ি! বাড়ির বাইরের দেওয়ালে মার্বেল, ভিতরেও মার্বেল। বাইরে যেমন জাঁকজমক। ভিতরেও তেমন! ঘরের মধ্যে বড় ঝাড়বাতি বসানো। প্রতিটি ঘরে ফলস সিলিং। দামি দামি সব ফার্নিচার। বাথরুমে বাথটাব। বাড়ির মধ্যেই জিম
1/5
দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে কোটিপতি চোর। গ্রামের মাঝে তার প্রায় রাজপ্রাসাদ। কয়েকদিন আগে চুরির সময় হাতেনাতে ধরা পড়ে অমিত দত্ত। তার বাড়িতে গিয়ে পুলিশের চক্ষু চড়কগাছ। চুরির টাকাতেই কি কোটি টাকার সম্পত্তি অমিতের? তার দলে আর কে কে আছে? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। Story And Picture: Samir Mondal
দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে কোটিপতি চোর। গ্রামের মাঝে তার প্রায় রাজপ্রাসাদ। কয়েকদিন আগে চুরির সময় হাতেনাতে ধরা পড়ে অমিত দত্ত। তার বাড়িতে গিয়ে পুলিশের চক্ষু চড়কগাছ। চুরির টাকাতেই কি কোটি টাকার সম্পত্তি অমিতের? তার দলে আর কে কে আছে? উত্তর খুঁজছেন তদন্তকারীরা।Story And Picture: Samir Mondal
advertisement
2/5
কোটি টাকার সম্পত্তি। চোরের রাজপ্রাসাদ! তিন তলা বিশাল বাড়ি! বাড়ির বাইরের দেওয়ালে মার্বেল, ভিতরেও মার্বেল। বাইরে যেমন জাঁকজমক। ভিতরেও তেমন! ঘরের মধ্যে বড় ঝাড়বাতি বসানো। প্রতিটি ঘরে ফলস সিলিং। দামি দামি সব ফার্নিচার। বাথরুমে বাথটাব। বাড়ির মধ্যেই জিম। এই রাজত্বের রাজা অমিত দত্ত। পেশায় চোর। চুরি করতে গিয়ে যে হাতেনাত ধরা পড়ে সে এখন শ্রীঘরে। Story And Picture: Samir Mondal
কোটি টাকার সম্পত্তি। চোরের রাজপ্রাসাদ! তিন তলা বিশাল বাড়ি! বাড়ির বাইরের দেওয়ালে মার্বেল, ভিতরেও মার্বেল। বাইরে যেমন জাঁকজমক। ভিতরেও তেমন! ঘরের মধ্যে বড় ঝাড়বাতি বসানো। প্রতিটি ঘরে ফলস সিলিং। দামি দামি সব ফার্নিচার। বাথরুমে বাথটাব। বাড়ির মধ্যেই জিম। এই রাজত্বের রাজা অমিত দত্ত। পেশায় চোর। চুরি করতে গিয়ে যে হাতেনাত ধরা পড়ে সে এখন শ্রীঘরে।Story And Picture: Samir Mondal
advertisement
3/5
এই রাজপ্রাসাদ দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির ভেটকাখালিতে। বাড়ির মালিক অমিত দত্ত। গত পয়লা জুন তাকে গ্রেফতার করে পুলিশ। হাওড়ার আন্দুলের একটি বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায়। ৩ জুন অমিতকে নিয়ে নোদাখালিতে যায় পুলিশ। চুরির দায়ে ধৃতর বাড়ি দেখে পুলিশের চোখ কপালে ওঠে।  Story And Picture: Samir Mondal
এই রাজপ্রাসাদ দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির ভেটকাখালিতে। বাড়ির মালিক অমিত দত্ত। গত পয়লা জুন তাকে গ্রেফতার করে পুলিশ। হাওড়ার আন্দুলের একটি বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায়। ৩ জুন অমিতকে নিয়ে নোদাখালিতে যায় পুলিশ। চুরির দায়ে ধৃতর বাড়ি দেখে পুলিশের চোখ কপালে ওঠে।Story And Picture: Samir Mondal
advertisement
4/5
স্থানীয়দের দাবি, অমিতের সংসারে রয়েছেন স্ত্রী, ছেলে এবং ছেলের বউ। আদিবাড়ি কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। ১৩-১৪ বছর আগে নোদাখালির ভেটকাখালিতে থাকতে শুরু করে অমিত। গ্রামের সরু গলির মধ্যে টিনের ঘর করে। সেখানেই এখন তিনতলা রাজপ্রাসাদStory And Picture: Samir Mondal
স্থানীয়দের দাবি, অমিতের সংসারে রয়েছেন স্ত্রী, ছেলে এবং ছেলের বউ। আদিবাড়ি কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। ১৩-১৪ বছর আগে নোদাখালির ভেটকাখালিতে থাকতে শুরু করে অমিত। গ্রামের সরু গলির মধ্যে টিনের ঘর করে। সেখানেই এখন তিনতলা রাজপ্রাসাদStory And Picture: Samir Mondal
advertisement
5/5
অমিত দত্তর বাড়িতে জোড়া বাইক রয়েছে। কিন্তু সাইকেল চড়েই সে যাতায়ত করত বলে দাবি স্থানীয়দের। গত পয়লা জুন হাওড়ার আন্দুলের রাজাপুরে চুরি করতে যায় অমিত। সঙ্গে আরও কয়েকজন। খবর পেয়ে তাদের ঘিরে ফেলে পুলিশবাকিরা পালিয়ে যায়। অমিতকে ধরে ফেলে পুলিশ। চোরদের এই গ্যাংয়ে আর কারা রয়েছে। এই গ্যাংয়ের মাথা কে। এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। 
Story And Picture: Samir Mondal
অমিত দত্তর বাড়িতে জোড়া বাইক রয়েছে। কিন্তু সাইকেল চড়েই সে যাতায়ত করত বলে দাবি স্থানীয়দের। গত পয়লা জুন হাওড়ার আন্দুলের রাজাপুরে চুরি করতে যায় অমিত। সঙ্গে আরও কয়েকজন। খবর পেয়ে তাদের ঘিরে ফেলে পুলিশবাকিরা পালিয়ে যায়। অমিতকে ধরে ফেলে পুলিশ। চোরদের এই গ্যাংয়ে আর কারা রয়েছে। এই গ্যাংয়ের মাথা কে। এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।Story And Picture: Samir Mondal
advertisement
advertisement
advertisement