আমফানের ঝড়ে তছনছ জমি, কলা গাছে ব্যাপক ক্ষতি, ক্ষতির মুখে চষিরা

Last Updated:
ধান-আলুর মতোই হুগলি জেলায় ক্ষতির মুখে কলা চাষিরা
1/5
আমফানের ঝড়ে হুগলি জেলায় চাষে ব্যাপক ক্ষতি। জমিতে ভেঙে ছড়িয়ে ছিটিয়ে ফসল। মাথায় হাত কলা চাষিদের। আমফানের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড দক্ষিমবঙ্গের একাধিক জেলা। চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। ধান-আলুর মতোই হুগলি জেলায় ক্ষতির মুখে কলা চাষিরা
আমফানের ঝড়ে হুগলি জেলায় চাষে ব্যাপক ক্ষতি। জমিতে ভেঙে ছড়িয়ে ছিটিয়ে ফসল। মাথায় হাত কলা চাষিদের। আমফানের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড দক্ষিমবঙ্গের একাধিক জেলা। চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। ধান-আলুর মতোই হুগলি জেলায় ক্ষতির মুখে কলা চাষিরা
advertisement
2/5
চন্দননগর, চূঁচূড়া, পোলবা, মানকুণ্ডু, নসিবপুর, সিঙ্গুরে কলা চাষ হয়। ঝড়ে এখনও পর্যন্ত কয়েক হাজার বিঘা জমিতে কলা গাছ নষ্ট।
চন্দননগর, চূঁচূড়া, পোলবা, মানকুণ্ডু, নসিবপুর, সিঙ্গুরে কলা চাষ হয়। ঝড়ে এখনও পর্যন্ত কয়েক হাজার বিঘা জমিতে কলা গাছ নষ্ট।
advertisement
3/5
এরাজ্য তো বটেই, ভিনরাজ্যেও পৌঁছোয় হুগলির কলা। দুর্গাপুজো থেকে ছটপুজো। চাহিদা থাকে তুঙ্গে। লাভও হয় ভাল। কিন্তু, এবারের ফসল জমিতেই তছনছ।
এরাজ্য তো বটেই, ভিনরাজ্যেও পৌঁছোয় হুগলির কলা। দুর্গাপুজো থেকে ছটপুজো। চাহিদা থাকে তুঙ্গে। লাভও হয় ভাল। কিন্তু, এবারের ফসল জমিতেই তছনছ।
advertisement
4/5
চন্দননগর, নান্দা, ছিনামোড়, নসিবপুর ও সিঙ্গুরে রয়েছে কলা কেনাবেচার হাট। ভাঙা কলার কাঁদির দাম নেই।
চন্দননগর, নান্দা, ছিনামোড়, নসিবপুর ও সিঙ্গুরে রয়েছে কলা কেনাবেচার হাট। ভাঙা কলার কাঁদির দাম নেই।
advertisement
5/5
নতুন করে ফলন আসতে সময় লাগবে এক বছরের বেশি। মাথায় ব্যাঙ্কের ঋণের বোঝা। কীভাবে শোধ হবে দেনা? কীভাবে চলবে সংসার? চিন্তায় হুগলির কলা চাষিরা।
নতুন করে ফলন আসতে সময় লাগবে এক বছরের বেশি। মাথায় ব্যাঙ্কের ঋণের বোঝা। কীভাবে শোধ হবে দেনা? কীভাবে চলবে সংসার? চিন্তায় হুগলির কলা চাষিরা।
advertisement
advertisement
advertisement