করোনা আতঙ্কে যাওয়া হল না মাসির বাড়ি, ভার্চুয়ালি মায়াপুর ইসকনের রথযাত্রা দেখলেন ভক্তরা
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
ঘোষণা মতোই ভার্চুয়ালি দেশ-বিদেশের ভক্তরা মায়াপুরের ইসকনের রথযাত্রা উপভোগ করলেন।
advertisement
মূলত প্রত্যেক বছর এই রাজাপুরের জগন্নাথ মন্দির থেকে মায়াপুরের ইসকন রথযাত্রা শুরু হয়। ৬ কিলোমিটার দূরে এই রথযাত্রা গিয়ে শেষ হয় ইসকন মন্দির চত্বরেই। ইসকন মন্দির চত্বরে অস্থায়ী গুন্ডিচা মন্দির তৈরি করে সেখানেই সাতদিন ধরে পুজো করা হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে। কিন্তু এবছর করোনা ভাইরাস সংক্রমণের জেরে রাজাপুর জগন্নাথ মন্দিরে পৃথকভাবে রথযাত্রা পালন করা হয়েছে। ছবি ও তথ্য- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement
advertisement
advertisement
প্রায় পাঁচ হাজার ভক্তের সমাগম ছিল এদিন ইসকন মন্দির চত্বরে। তবে সেবায়তরাই এদিন রথের দড়ি টেনেছে। স্বাস্থ্যবিধি মেনে অবশ্য মন্দিরের বেশিরভাগ সেবায়েতরাই মাস্ক পড়েছিল। যাতে সামাজিক দূরত্ব বিধি মেনে চলা যায় তার জন্য বারবার মন্দির কর্তৃপক্ষের তরফে রথ চলাকালীন ঘোষণা করা হচ্ছিল। ছবি ও তথ্য- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement