বৃষ্টিতে ডুবেছে ধান জমি, পুজোর আগে গ্রামবাংলায় হাহাকার
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
বৃষ্টির জলে ধান গাছ নষ্ট হওয়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় ভুগছেন চাষিরা। এর আগে ধান রোপণের সময় চারাগাছ জলে ডুবে নষ্ট হয়েছিল। নতুন করে দেরিতে চাষ শুরু হলেও ফের সেই ধান তলিয়ে গেছে। ফলে চাষিরা পুজোর ঠিক আগে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন
![টানা ভারি বর্ষণের জেরে মাঠে জল জমেছে। তার উপর নদীর জল উপচে বা ভাঙা বাঁধ দিয়ে মাঠে ঢুকছে জল। এমনই অবস্থা চন্দ্রকোনার। বিঘার পর বিঘা ধান জমি ডুবে যাওয়ায় কৃষকদের ঘুম উড়েছে।[ছবি ও তথ্য: মিজানুর রহমান] টানা ভারি বর্ষণের জেরে মাঠে জল জমেছে। তার উপর নদীর জল উপচে বা ভাঙা বাঁধ দিয়ে মাঠে ঢুকছে জল। এমনই অবস্থা চন্দ্রকোনার। বিঘার পর বিঘা ধান জমি ডুবে যাওয়ায় কৃষকদের ঘুম উড়েছে।[ছবি ও তথ্য: মিজানুর রহমান]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5403582_img_20250824_225247_watermark_24082025_225432_1.jpg?impolicy=website&width=827&height=620)