Cyclone YAAS: ইয়াস-ভরা কোটালের তাণ্ডবে তছনছ মৌসুনি দ্বীপ, ক্ষতিগ্রস্তদের জন্য প্রশাসনের কমিউনিটি কিচেন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
আজ প্রশাসনের উদ্যোগে মৌসুনি দ্বীপে চালু হল কমিউনিটি কিচেন (community kitchen)।
advertisement
advertisement
advertisement
advertisement
*এমতাবস্থায় সাড়ে বারো হাজার মানুষকে প্রতিদিন খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রায় ৪৫টি জায়গায় প্রশাসনের পক্ষ থেকে তাঁদের রাখার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই আজ থেকে রান্না করে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। তবে বালিয়াড়ি ছাড়া অন্যান্য এলাকার জল নেমে গেছে বলে দাবি প্রশাসনের। এ দিন রান্না হয়েছে খিচুড়ি। প্রশাসনের কর্তারা আসহায় মানুষগুলর হাতে তুলে দিয়েছেন সেই খাবার।
advertisement