চুরি হয়ে গিয়েছে বাবার 'স্মার্টফোন', কীভাবে হবে অনলাইন ক্লাস! হতাশায় আত্মঘাতী ছাত্রী
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
বাড়িতে একটাই স্মার্টফোন। সেটাও চুরি হয়ে গিয়েছে। এবারে কীভাবে হবে অনলাইন ক্লাস? সেই ভাবনাতেই আত্মঘাতী হল নবম শ্রেণির এক ছাত্রী।
advertisement
advertisement
*লকডাউনে স্কুল বন্ধ। তাই দুপুরে বাবা-মা বাড়িতে খেতে এলে সে প্রতিদিনই ওই সময়টুকু দোকানে থাকত, শুক্রবারও তার অন্যথা হয়নি। এক খদ্দের দোকানে এসে জিনিস কিনে বেরিয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যেই ফের ফিরে এসে ছাত্রীটির কাছে মোবাইল ফোন চায় বাড়িতে ফোন করার জন্য। অন্ধবিশ্বাসে মৌ তার মোবাইল সেই ব্যক্তির হাতে দিতেই সেখান থেকে চম্পট দেয় সে। প্রতীকী ছবি।
advertisement
advertisement