চুরি হয়ে গিয়েছে বাবার 'স্মার্টফোন', কীভাবে হবে অনলাইন ক্লাস! হতাশায় আত্মঘাতী ছাত্রী

Last Updated:
বাড়িতে একটাই স্মার্টফোন। সেটাও চুরি হয়ে গিয়েছে। এবারে কীভাবে হবে অনলাইন ক্লাস? সেই ভাবনাতেই আত্মঘাতী হল নবম শ্রেণির এক ছাত্রী।
1/5
*বাড়িতে একটাই স্মার্টফোন। সেটাও চুরি হয়ে গিয়েছে। এবারে কীভাবে হবে অনলাইন ক্লাস? সেই ভাবনাতেই আত্মঘাতী হল নবম শ্রেণির এক ছাত্রী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার বিদ্যাধরপুরের মাদসারে। তথ্য: অর্পণ মণ্ডল। প্রতীকী ছবি। 
*বাড়িতে একটাই স্মার্টফোন। সেটাও চুরি হয়ে গিয়েছে। এবারে কীভাবে হবে অনলাইন ক্লাস? সেই ভাবনাতেই আত্মঘাতী হল নবম শ্রেণির এক ছাত্রী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার বিদ্যাধরপুরের মাদসারে। তথ্য: অর্পণ মণ্ডল। প্রতীকী ছবি। 
advertisement
2/5
*পরিবার সূত্রে জানা গিয়েছে, মৌ সাহা (১৫) বিদ্যাধরপুরের নারায়ন মঙ্গলা হাইস্কুলের ছাত্রী। বাড়ির কাছেই তার বাবার ছোট একটি মুদির দোকান রয়েছে। সেখান থেকেই মোবাইল গণটি আচমকা চুরি করে পালায় এক খদ্দের। তারপরেই বাড়ি এসে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। প্রতীকী ছবি।
*পরিবার সূত্রে জানা গিয়েছে, মৌ সাহা (১৫) বিদ্যাধরপুরের নারায়ন মঙ্গলা হাইস্কুলের ছাত্রী। বাড়ির কাছেই তার বাবার ছোট একটি মুদির দোকান রয়েছে। সেখান থেকেই মোবাইল গণটি আচমকা চুরি করে পালায় এক খদ্দের। তারপরেই বাড়ি এসে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। প্রতীকী ছবি।
advertisement
3/5
*লকডাউনে স্কুল বন্ধ। তাই দুপুরে বাবা-মা বাড়িতে খেতে এলে সে প্রতিদিনই ওই সময়টুকু দোকানে থাকত, শুক্রবারও তার অন্যথা হয়নি। এক খদ্দের দোকানে এসে জিনিস কিনে বেরিয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যেই ফের ফিরে এসে ছাত্রীটির কাছে মোবাইল ফোন চায় বাড়িতে ফোন করার জন্য। অন্ধবিশ্বাসে মৌ তার মোবাইল সেই ব্যক্তির হাতে দিতেই সেখান থেকে চম্পট দেয় সে। প্রতীকী ছবি।
*লকডাউনে স্কুল বন্ধ। তাই দুপুরে বাবা-মা বাড়িতে খেতে এলে সে প্রতিদিনই ওই সময়টুকু দোকানে থাকত, শুক্রবারও তার অন্যথা হয়নি। এক খদ্দের দোকানে এসে জিনিস কিনে বেরিয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যেই ফের ফিরে এসে ছাত্রীটির কাছে মোবাইল ফোন চায় বাড়িতে ফোন করার জন্য। অন্ধবিশ্বাসে মৌ তার মোবাইল সেই ব্যক্তির হাতে দিতেই সেখান থেকে চম্পট দেয় সে। প্রতীকী ছবি।
advertisement
4/5
*লকডাউনের জেরে বন্ধ স্কুল। তাই মোবাইলে অনলাইন ক্লাসই একমাত্র ভরসা। সেখানে ফোন চুরি হয়ে যাওয়ায় পড়াশোনা কী করে হবে বা বকতে পারে বাবা মা। সেই সব চিন্তা করেই মানসিকভাবে ভেঙে পড়ে সে। এরপর নিজের ঘরে গিয়ে আত্মহত্যা করে। প্রতীকী ছবি।
*লকডাউনের জেরে বন্ধ স্কুল। তাই মোবাইলে অনলাইন ক্লাসই একমাত্র ভরসা। সেখানে ফোন চুরি হয়ে যাওয়ায় পড়াশোনা কী করে হবে বা বকতে পারে বাবা মা। সেই সব চিন্তা করেই মানসিকভাবে ভেঙে পড়ে সে। এরপর নিজের ঘরে গিয়ে আত্মহত্যা করে। প্রতীকী ছবি।
advertisement
5/5
*পরিবারের লোকজন রাতেই তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে ওই ছাত্রী। বারুইপুর থানার পুলিশ দেহ ময়না তদন্তের পাঠিয়েছে। এই ঘটনায় কার্যত বাকরুদ্ধ ছাত্রীর বাবা-মা। প্রতীকী ছবি।
*পরিবারের লোকজন রাতেই তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে ওই ছাত্রী। বারুইপুর থানার পুলিশ দেহ ময়না তদন্তের পাঠিয়েছে। এই ঘটনায় কার্যত বাকরুদ্ধ ছাত্রীর বাবা-মা। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement