ভাঙা জিনিসে গড়া চাঁদপুর নবোদয় সঙ্ঘের পুজোর থিম! অভিনব মণ্ডপ নজর কাড়বেই... যাবেন নাকি দেখতে?
- Reported by:Syed Mijanur Mahaman
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
এবারের দুর্গোৎসবে চাঁদপুর নবোদয় সঙ্ঘের মণ্ডপ যে বিশেষভাবে নজর কেড়েছে, তা নিয়ে ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে উৎসাহ তুঙ্গে।
advertisement
মণ্ডপের রূপায়ণের দায়িত্বে রয়েছেন শিল্পী প্রেমচাঁদ মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ফেলে দেওয়া ও ভাঙা জিনিস দিয়ে তৈরি হবে এবারের সাজসজ্জা। ব্যবহৃত হচ্ছে ভাঙা লোহার টুকরো, পুরনো পিতল, মোটরসাইকেলের ভাঙা যন্ত্রাংশ, সাইকেলের অংশ, কাসার সামগ্রীসহ নানা জিনিস। এগুলোর সৃজনশীল ব্যবহারে তৈরি হবে এমন এক মণ্ডপ, যা একেবারেই নতুন অভিজ্ঞতা দেবে দর্শকদের। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
advertisement
advertisement
advertisement







