Purba Bardhaman News: এ এক আজব জীবিকা! একটা গোটা গ্রামজুড়ে তৈরি হয় বড়ি, কারণটা কী?
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
এই গ্রামের নাম সুকান্তপল্লি হলেও, অনেকের কাছেই এই গ্রাম বড়ি গ্রাম নামেই পরিচিত ।
advertisement
advertisement
advertisement
advertisement
এই গ্রামে কীভাবে বড়ির ব্যবসা শুরু হল ? এই প্রসঙ্গে বিশ্বজিৎ বারুই নামের এক বড়ি ব্যবসায়ী জানান, ওনার মা একসময় বহুবছর আগে নৈহাটিতে ঘুরতে যান । সেখানে গিয়েই উনি দেখেন যে বড়ি তৈরি হচ্ছে । তারপর সেটা দেখে এসে , কলকাতা থেকে মেশিন কিনে এনে সুকান্তপল্লি গ্রামে শুরু করেন বড়ির ব্যবসা । আজ ওনার মা না থাকলেও , গ্রাম জুড়ে সকলেই এখন বড়ির ব্যবসা করেন ।