বিয়ের পর ফুলে সাজানো গাড়ি নয়...! নববধূকে নিয়ে কিসে ফিরলেন বর? দেখলে চমকাবেন
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:Indrajit Ruj
Last Updated:
বোলপুরের আলবাঁধা-সর্পলেহনা গ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রামের বাসিন্দা রাখি দাস ও গোবিন্দাবালা গ্রামের মঙ্গল ভাণ্ডারী বিবাহবন্ধনে আবদ্ধ হন৷ দুজনের বাড়ির দূরত্ব মাত্র ২ কিলোমিটার। তবে শহর সংলগ্ন গ্রাম আর গ্রাম নেই৷ ফিরেছে শহুরে সংস্কৃতি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বর মঙ্গল ভাণ্ডারী বলেন, "আমার অনেক দিনের ইচ্ছে ছিল সুসজ্জিত গাড়ি নয়, গোরুর গাড়ি করে বউ নিয়ে বাড়ি ফিরবো৷ সেই মত আমি জানাই, আমার বউও রাজি হয়ে যায়৷ আমরা চাই গ্রাম বাংলা সেই রীতি বজায় থাকুক৷" নববধূ রাখি দাস বলেন, "আমার কাছে এক নতুন পাওনা৷ আমরা আমাদের সংস্কৃতি ভুলে যাচ্ছি৷ সেগুলো হারিয়ে যেতে দিলে চলবে না৷ আজকাল আর গোরুর গাড়ি চলেই না৷ গোরুর গাড়ি করে শ্বশুর বাড়ি যাওয়া আমার কাছে পাওনা।"