Blast At Midnight: মধ্যরাতে বিকট শব্দ ! তারপরেই চারিদিকে ছড়িয়ে আগুন ! ভয়াবহ কান্ড উত্তরপাড়ায়

Last Updated:
Blast At Midnight: আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ছুটে বেরিয়ে আসেন।
1/5
হুগলি: উত্তরপাড়া ১৫ নম্বর ওয়ার্ড এলাকার আর,কে,স্টিট রাজবাড়ী আবাসনের সামনে একটি ইলেকট্রিক পোস্টে ট্রান্সফরমার ফেটে ভয়াবহ আগুন লাগে মঙ্গলবার গভীর রাতে। বারংবার বিস্ফোরণেপ মারাত্মক আওয়াজ এবং আগুনের তীব্রতা এবং ঘটার ফলে এলাকায় ব্যাপক আতঙ্কে ছড়িয়ে পড়ে। Photo- Representative 
হুগলি: উত্তরপাড়া ১৫ নম্বর ওয়ার্ড এলাকার আর,কে,স্টিট রাজবাড়ী আবাসনের সামনে একটি ইলেকট্রিক পোস্টে ট্রান্সফরমার ফেটে ভয়াবহ আগুন লাগে মঙ্গলবার গভীর রাতে। বারংবার বিস্ফোরণেপ মারাত্মক আওয়াজ এবং আগুনের তীব্রতা এবং ঘটার ফলে এলাকায় ব্যাপক আতঙ্কে ছড়িয়ে পড়ে। Photo- Representative
advertisement
2/5
আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ছুটে বেরিয়ে আসেন।খবর যায় পুলিশ, দমকল, বিদ্যুৎ বিভাগে। খবর পাওয়া মাত্রই এই তিন বিভাগের কর্মীরা দ্রুততার সঙ্গে এলাকায় পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। দমকলের একটি ইঞ্জিনের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ছুটে বেরিয়ে আসেন।খবর যায় পুলিশ, দমকল, বিদ্যুৎ বিভাগে। খবর পাওয়া মাত্রই এই তিন বিভাগের কর্মীরা দ্রুততার সঙ্গে এলাকায় পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। দমকলের একটি ইঞ্জিনের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
advertisement
3/5
স্থানীয় এক বাসিন্দা বলেন এই এলাকায় বারংবার ট্রান্সফরমার এবং ইলেকট্রিক পোলে আগুন লাগছে।সিইএসসি বিদ্যুৎ চলে এখানে।তাদের এই বিষয়ে নজর দেওয়া উচিত । গরম কালে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা থাকায় লোড ক্যাপাসিটি বেড়ে যায়, যার ফলে বারংবার আগুন লাগার মতো ভয়ংকর ঘটনা ঘটছে বলে অনুমান।
স্থানীয় এক বাসিন্দা বলেন এই এলাকায় বারংবার ট্রান্সফরমার এবং ইলেকট্রিক পোলে আগুন লাগছে।সিইএসসি বিদ্যুৎ চলে এখানে।তাদের এই বিষয়ে নজর দেওয়া উচিত । গরম কালে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা থাকায় লোড ক্যাপাসিটি বেড়ে যায়, যার ফলে বারংবার আগুন লাগার মতো ভয়ংকর ঘটনা ঘটছে বলে অনুমান।
advertisement
4/5
যেখানে আগুন লেগেছে তার থেকে কিছুটা দূরেই রাজবাড়ি আবাসনের ট্রান্সফরমার ঘর।সেখানে আগুন কোনও ভাবে পৌঁছলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারত। Photo- Representative (AI)
যেখানে আগুন লেগেছে তার থেকে কিছুটা দূরেই রাজবাড়ি আবাসনের ট্রান্সফরমার ঘর।সেখানে আগুন কোনও ভাবে পৌঁছলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারত। Photo- Representative (AI)
advertisement
5/5
উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান দমকল ,পুলিশ এবং বিদ্যুৎ বিভাগ দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ করেছে।এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়।সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। Photo Courtesy -Representative Input- Rahee Halder 
উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান দমকল ,পুলিশ এবং বিদ্যুৎ বিভাগ দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ করেছে।এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়।সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। Photo Courtesy -Representative Input- Rahee Halder
advertisement
advertisement
advertisement