Birbhum News: সহায়ক মূল্যে ধান কেনায় জেলায় ফিরল রেকর্ড গতি! ৭৩ হাজার চাষির অংশগ্রহণে নয়া নজির বীরভূমে
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Birbhum News: নভেম্বরের মাঝামাঝি থেকে বীরভূম জেলায় সরকারি সহায়ক মূল্যে ধান কেনার গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জেলা খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত জেলায় ৭৩,২১০ জন চাষি সরকারি ধান ক্রয় কেন্দ্রে এসে ধান বিক্রি করেছেন।
নভেম্বরের মাঝামাঝি থেকে বীরভূম জেলায় সরকারি সহায়ক মূল্যে ধান কেনার গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জেলা খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত জেলায় ১ লক্ষ ১১ হাজার মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। এই প্রক্রিয়ায় ৭৩,২১০ জন চাষি সরকারি ধান ক্রয় কেন্দ্রে এসে ধান বিক্রি করেছেন। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
advertisement
advertisement
advertisement
সরকারি ধান কেনার ক্ষেত্রে প্রতি বছর ফড়েদের দাপট নিয়ে অভিযোগ উঠলেও প্রশাসনের দাবি, বীরভূমে সেই অভিযোগ তুলনামূলকভাবে কম। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা একজন কৃষক জমির পরিমাণ অনুযায়ী বছরে সর্বাধিক ৯০ কুইন্টাল পর্যন্ত ধান বিক্রি করতে পারেন। বর্তমানে এক দফায় ১৫ কুইন্টাল করে ধান দেওয়া যাচ্ছে। তবে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় না থাকা ভাগচাষিদের ক্ষেত্রে ধান বিক্রির পরিমাণ ইতিমধ্যেই নির্দিষ্ট করে বেঁধে দেওয়া হয়েছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)








