Birbhum News: অগ্নিমূল্যের বাজারেও মাত্র ১ টাকায় চপ! মায়ের ইচ্ছায় ঐতিহ্য ধরে রাখলেন বীরভূমের দিলীপ দে
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
অগ্নিমূল্যের এই সময়ে যেখানে এক কাপ চায়ের দামও ১০ টাকা, সেখানে এক টাকায় চপ বিক্রি যেন এক রূপকথা। তবু দিলীপ দে প্রমাণ করেছেন, মায়ের ইচ্ছা, নিজের পরিশ্রম আর ভালবাসা থাকলে আজও ১ টাকায় সুখ বিক্রি করা যায়।
advertisement
advertisement
advertisement
বৃহস্পতিবার রাতে বাঁকুড়া থেকে এসেছিলেন এক ক্রেতা, নন্দলাল মণ্ডল। তিনি বলেন, "রাসমেলা দেখতে এসেছিলাম, শুনলাম ১ টাকায় চপ মেলে! বিশ্বাস হয়নি, কিন্তু খেয়ে দেখি দারুণ টেস্ট। এখন ১০টা খেলাম, আরও ২০টা নিয়ে যাব।"দিলীপবাবুর দোকানের খ্যাতি ছড়িয়ে পড়েছে দূর-দূরান্তে। বর্ধমান, বাঁকুড়া, এমনকি কলকাতা থেকেও মানুষ আসেন এই ‘১ টাকার চপ’ চেখে দেখতে।
advertisement
