Birbhum News: অগ্নিমূল্যের বাজারেও মাত্র ১ টাকায় চপ! মায়ের ইচ্ছায় ঐতিহ্য ধরে রাখলেন বীরভূমের দিলীপ দে

Last Updated:
অগ্নিমূল্যের এই সময়ে যেখানে এক কাপ চায়ের দামও ১০ টাকা, সেখানে এক টাকায় চপ বিক্রি যেন এক রূপকথা। তবু দিলীপ দে প্রমাণ করেছেন, মায়ের ইচ্ছা, নিজের পরিশ্রম আর ভালবাসা থাকলে আজও ১ টাকায় সুখ বিক্রি করা যায়।
1/5
আজকের বাজারে যেখানে সবকিছুর দাম আগুন, সেখানে এক টাকায় কিছু পাওয়া যায় ভাবাই কঠিন। কিন্তু বীরভূমের সিউড়ি দু’নম্বর ব্লকের কোমাগ্রামে এমনই এক দোকান আছে, যেখানে আজও মাত্র ১ টাকায় আলুর চপ বিক্রি হয়। এই অবিশ্বাস্য উদ্যোগের নেপথ্যে আছেন স্থানীয় তেলেভাজা বিক্রেতা দিলীপ দে।
আজকের বাজারে যেখানে সবকিছুর দাম আগুন, সেখানে এক টাকায় কিছু পাওয়া যায় ভাবাই কঠিন। কিন্তু বীরভূমের সিউড়ি দু’নম্বর ব্লকের কোমাগ্রামে এমনই এক দোকান আছে, যেখানে আজও মাত্র ১ টাকায় আলুর চপ বিক্রি হয়। এই অবিশ্বাস্য উদ্যোগের নেপথ্যে আছেন স্থানীয় তেলেভাজা বিক্রেতা দিলীপ দে।
advertisement
2/5
কোমাগ্রাম হাইস্কুলের সামনে দিলীপবাবুর ছোট্ট দোকান। ৩০-৩২ বছর ধরে চলছে এই দোকান। তিনি জানালেন,
কোমাগ্রাম হাইস্কুলের সামনে দিলীপবাবুর ছোট্ট দোকান। ৩০-৩২ বছর ধরে চলছে এই দোকান। তিনি জানালেন, "তখন থেকেই ১ টাকায় চপ বিক্রি করছি। এখনো দাম বাড়াইনি। মা বলেছিলেন, চপ ১ টাকাতেই রাখিস, তাই আজও সেই কথাই রাখছি।"
advertisement
3/5
প্রতিদিন গড়ে ১০-১২ কিলো চপ বিক্রি হয়, রাসমেলার সময়ে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫-৩০ কিলোতে।
প্রতিদিন গড়ে ১০-১২ কিলো চপ বিক্রি হয়, রাসমেলার সময়ে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫-৩০ কিলোতে।
advertisement
4/5
বৃহস্পতিবার রাতে বাঁকুড়া থেকে এসেছিলেন এক ক্রেতা, নন্দলাল মণ্ডল। তিনি বলেন,
বৃহস্পতিবার রাতে বাঁকুড়া থেকে এসেছিলেন এক ক্রেতা, নন্দলাল মণ্ডল। তিনি বলেন, "রাসমেলা দেখতে এসেছিলাম, শুনলাম ১ টাকায় চপ মেলে! বিশ্বাস হয়নি, কিন্তু খেয়ে দেখি দারুণ টেস্ট। এখন ১০টা খেলাম, আরও ২০টা নিয়ে যাব।"দিলীপবাবুর দোকানের খ্যাতি ছড়িয়ে পড়েছে দূর-দূরান্তে। বর্ধমান, বাঁকুড়া, এমনকি কলকাতা থেকেও মানুষ আসেন এই ‘১ টাকার চপ’ চেখে দেখতে।
advertisement
5/5
অগ্নিমূল্যের এই সময়ে যেখানে এক কাপ চায়ের দামও ১০ টাকা, সেখানে এক টাকায় চপ বিক্রি যেন এক রূপকথা। তবু দিলীপ দে প্রমাণ করেছেন, মায়ের ইচ্ছা, নিজের পরিশ্রম আর ভালবাসা থাকলে আজও ১ টাকায় সুখ বিক্রি করা যায়।
অগ্নিমূল্যের এই সময়ে যেখানে এক কাপ চায়ের দামও ১০ টাকা, সেখানে এক টাকায় চপ বিক্রি যেন এক রূপকথা। তবু দিলীপ দে প্রমাণ করেছেন, মায়ের ইচ্ছা, নিজের পরিশ্রম আর ভালবাসা থাকলে আজও ১ টাকায় সুখ বিক্রি করা যায়।
advertisement
advertisement
advertisement