বন্ধ তিলপাড়া ব্যারেজ, সাঁইথিয়ার রাস্তায় যানজটের কবলে আ্যম্বুল্যান্সেই সন্তানের জন্ম
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
শাবানাকে নিয়ে ১০২ নম্বরের আধুনিক আ্যম্বুল্যান্স সিউড়ির পথে রওনা দেয়। কিন্তু সাঁইথিয়া শহরের ইউনিয়ন বোর্ড মোড়ে পড়ে যায় তীব্র যানজটে।
advertisement
advertisement
শাবানাকে নিয়ে ১০২ নম্বরের আধুনিক আ্যম্বুল্যান্স সিউড়ির পথে রওনা দেয়। কিন্তু সাঁইথিয়া শহরের ইউনিয়ন বোর্ড মোড়ে পড়ে যায় তীব্র যানজটে। সময় নষ্ট হতে থাকায় রাত ১টা ১০ মিনিট নাগাদ সিউড়ি ঢোকার আগেই আ্যম্বুল্যান্স এর মধ্যেই সন্তানের জন্ম হয়। আ্যম্বুল্যান্স চালক, টেকনিশিয়ান ও মহিলা অ্যাসিস্ট্যান্ট মিলেই নিরাপদ প্রসব করান।
ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারিনটেনডেন্ট প্রকাশ বাগ জানান, “আমাদের ১০২ নম্বরের আধুনিক আ্যম্বুল্যান্সগুলোতে জরুরি ভিত্তিতে সন্তান প্রসব করানো যায়। প্রসব-পরবর্তী যত্নের সমস্ত সরঞ্জামও রয়েছে।”
ঘটনাটি একদিকে যেমন যানজট সমস্যার চিত্র ফুটিয়ে তুলেছে, তেমনই আধুনিক আ্যম্বুল্যান্স পরিষেবার দক্ষতা ও মানবিকতাও সামনে এনেছে।
ঘটনাটি একদিকে যেমন যানজট সমস্যার চিত্র ফুটিয়ে তুলেছে, তেমনই আধুনিক আ্যম্বুল্যান্স পরিষেবার দক্ষতা ও মানবিকতাও সামনে এনেছে।