Birbhum Satipeeth Durga Puja: লালমাটির দেশে জাগ্রত এই সতীপীঠে দুর্গাপুজো পালিত হয় অনন্য অভিনব রীতিতে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Souvik Roy
Last Updated:
Birbhum Satipeeth Durga Puja: দুর্গাপুজো উপলক্ষে নলহাটেশ্বরী মন্দিরে সাজো সাজো রব, হয় বিশেষ পুজো
বীরভূমের মধ্যে অবস্থিত অন্যতম সতীপীঠ নলহাটির নলহাটেশ্বরী মন্দির। সারা বছর তিনি দেবী কালী রূপে পুজিত হন। তবে দুর্গাপুজোর সময় তিনিই দেবী উমা। বহু প্রাচীন কাল থেকে এমনই রীতি চলে আসছে সতীর ৫১ পীঠের অন্যতম নলাটেশ্বরী মন্দিরে। এখানকার পুজোর সঙ্গে জড়িয়ে আছে মায়ের আধ্যাত্মিক ও অলৌকিক কাহিনি। রীতি মেনে এখানকার পুজো হয়। এই পুজোর সঙ্গে এলাকার বাসিন্দাদের আবেগ ও উচ্ছাস জড়িয়ে রয়েছে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
নলহাটেশ্বরী মন্দির কমিটির সভাপতি সুনীল মস্করা বলেন, মোট ৫১ টি সতীপীঠ হওয়ায় এবছর অষ্টমীর দিন নলহাটেশ্বরী মাকে ৫১ রকম ভোগ নিবেদন করা হবে। মা এখানে সৌভাগ্যের দেবী, অত্যন্ত জাগ্রত। ভক্তদের বিশ্বাস এখানে কোনও মনস্কামনা করলে সেই মনস্কামনা পূর্ণ করেন মা। তাই এইসময় দেশ-বিদেশের অনেকে তাঁদের প্রার্থনা জানিয়ে মায়ের উদ্দেশ্যে চিঠি লেখেন। যা মাকে পড়ে শোনানো হয়। পরে সেই ভক্তদের প্রসাদ পাঠিয়ে দেওয়া হয়।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
বীরভূমের মধ্যে অবস্থিত অন্য যে সমস্ত পাঁচটি সতিপিঠ রয়েছে তার মধ্যে অন্যতম হলও এই নলহাটেশ্বরী মন্দির। ব্রহ্মাণী নদীর তীরে নলরাজাদের গড় হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী পাহাড়ের কোলে মায়ের প্রাচীন মন্দির। আর এই মন্দিরের পিছনে রয়েছে আনার সাহেবের মাজার। জায়গাটি রামায়ণের কাহিনির সঙ্গেও যুক্ত বলে বিশ্বাস ভক্তদের।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
লালমাটির শহর এই বীরভূম।এই বীরভূমে রয়েছে একাধিক রাজবাড়ি থেকে জমিদার বাড়ি। অন্যদিকে ৫১ টি সতীপীঠের মধ্যে অন্যতম পাঁচটি সতীপীঠ।যেগুলি হল দেবী কঙ্কালেশ্বরী দেবী, নলাটেশ্বরী, দেবী নান্দিকেশ্বরী, দেবী ফুল্লরা, দেবী মহিষমর্দিনী।এছাড়াও রয়েছে সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ মন্দির। প্রত্যেকদিন দেশ-বিদেশে বহু পর্যটক তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসেন এবং তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পর তাঁরা ছুটে যান নলহাটির নলহাটেশ্বরী মন্দির।
advertisement
মন্দিরের এক সেবাইত আশিস চট্টোপাধ্যায় বলেন, ভোরে মায়ের কণ্ঠ স্নানের পর পুজো শুরু হয়। পুজোর চারদিন মাকে ডাকের সাজ, সোনার মুকুট সহ নানা অলঙ্কারে সজ্জিত করা হয়। দশমীর দিন রাত মন্দির চত্বরে তিল ধারণের জায়গা থাকে না। ধোপা ও কামারপাড়ার দেবী শোভাযাত্রা সহকারে ভক্তদের কাঁধে চেপে মা পাবতীর সঙ্গে দেখা করতে আসেন। ওই দুই দেবীমূর্তিকে এখানে নাচানো হয়। এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। তাই এবার আপনি চাইলে এই দশমীর দিন অবশ্যই ঘুরে যেতে পারেন এই নলহাটেশ্বরী মন্দির থেকে।ছবি ও তথ্য: সৌভিক রায়