West Bengal Municipal Election Results 2022: জেলে বসেও জয়, অনুব্রত মণ্ডলের গড়ে 'ম্যাজিক-ম্যান' CPIM-এর সঞ্জীব!

Last Updated:
West Bengal Municipal Election Results 2022: অনুব্রত মণ্ডলের গড় বীরভূম বিরোধী শূন্য হয়েও হল না। রামপুরহাট পৌরসভার একমাত্র ১৭ নম্বর ওয়ার্ডে লাল পতাকা তুলে ধরলেন সিপিআইএম প্রার্থী সঞ্জীব মল্লিক৷ (তথ্য ও ছবি: অক্ষয় ধীবর)
1/5
অনুব্রত মণ্ডলের গড়ে লাল আবির ভরে উঠল। রামপুরহাট জেলে বসেই জয়ী হলেন রামপুরহাটের সিপিআইএম প্রার্থী সঞ্জীব মল্লিক।  ইভিএম ভাঙার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। ভোটের দিন দুপুর থেকেই পুলিশ লকআপে ছিলেন তিনি। পরে তাঁর জেল হেফাজত হয় ৷ (তথ্য ও ছবি: অক্ষয় ধীবর)
অনুব্রত মণ্ডলের গড়ে লাল আবির ভরে উঠল। রামপুরহাট জেলে বসেই জয়ী হলেন রামপুরহাটের সিপিআইএম প্রার্থী সঞ্জীব মল্লিক। ইভিএম ভাঙার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। ভোটের দিন দুপুর থেকেই পুলিশ লকআপে ছিলেন তিনি। পরে তাঁর জেল হেফাজত হয় ৷ (তথ্য ও ছবি: অক্ষয় ধীবর)
advertisement
2/5
তবে অনুব্রত মণ্ডলের গড় বীরভূম বিরোধী শূন্য হয়েও হল না। রামপুরহাট পৌরসভার একমাত্র ১৭ নম্বর ওয়ার্ডে লাল পতাকা তুলে ধরলেন সিপিআইএম প্রার্থী সঞ্জীব মল্লিক৷ অনুব্রত মণ্ডলের গড়ে জেলে বসেই জয়ী সিপিআইএম প্রার্থী ৷ রামপুরহাট পৌরসভায় ১৭ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী সঞ্জীব মল্লিক ১৫৩ ভোটে জয়লাভ করেছেন৷ (তথ্য ও ছবি: অক্ষয় ধীবর)
তবে অনুব্রত মণ্ডলের গড় বীরভূম বিরোধী শূন্য হয়েও হল না। রামপুরহাট পৌরসভার একমাত্র ১৭ নম্বর ওয়ার্ডে লাল পতাকা তুলে ধরলেন সিপিআইএম প্রার্থী সঞ্জীব মল্লিক৷ অনুব্রত মণ্ডলের গড়ে জেলে বসেই জয়ী সিপিআইএম প্রার্থী ৷ রামপুরহাট পৌরসভায় ১৭ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী সঞ্জীব মল্লিক ১৫৩ ভোটে জয়লাভ করেছেন৷ (তথ্য ও ছবি: অক্ষয় ধীবর)
advertisement
3/5
জেলার ৫টি পৌরসভার মধ্যে এই একটি মাত্র ওয়ার্ডে খাতা খুলেছেন বিরোধী প্রার্থী।  বীরভূম জেলায় ৫টি পৌরসভাতেই ঘাসফুলের জয়জয়কার। সব পৌরসভার সব ওয়ার্ডেই জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ৷ শুধুমাত্র রামপুরহাট পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিআইএম প্রার্থী৷ বিজেপি কার্যত নিশ্চিহ্ন এই জেলায়৷  (তথ্য ও ছবি: অক্ষয় ধীবর)
জেলার ৫টি পৌরসভার মধ্যে এই একটি মাত্র ওয়ার্ডে খাতা খুলেছেন বিরোধী প্রার্থী। বীরভূম জেলায় ৫টি পৌরসভাতেই ঘাসফুলের জয়জয়কার। সব পৌরসভার সব ওয়ার্ডেই জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ৷ শুধুমাত্র রামপুরহাট পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিআইএম প্রার্থী৷ বিজেপি কার্যত নিশ্চিহ্ন এই জেলায়৷ (তথ্য ও ছবি: অক্ষয় ধীবর)
advertisement
4/5
গত ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ইভিএম ভাঙার অভিযোগে সিপিআইএম প্রার্থী সঞ্জীব মল্লিক-সহ তিন নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ৷ জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় তাঁকে৷ ফল প্রকাশের সময়ও তিনি জেলেই ছিলেন। বুধবার সন্ধে নাগাদ জেল থেকে ছাড়া পান তিনি। (তথ্য ও ছবি: অক্ষয় ধীবর)
গত ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ইভিএম ভাঙার অভিযোগে সিপিআইএম প্রার্থী সঞ্জীব মল্লিক-সহ তিন নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ৷ জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় তাঁকে৷ ফল প্রকাশের সময়ও তিনি জেলেই ছিলেন। বুধবার সন্ধে নাগাদ জেল থেকে ছাড়া পান তিনি। (তথ্য ও ছবি: অক্ষয় ধীবর)
advertisement
5/5
সেখান থেকে বেরোতেই লাল আবিরে তাঁকে রাঙিয়ে তুললেন কর্মীরা। সিপিআইএম-এর  বিজয়ী প্রার্থী সঞ্জীব মল্লিক বলেন, ''তৃণমূল ভেবেছিল দুষ্কৃতীদের নিয়ে ওই ওয়ার্ডকে দখল করবে। কিন্তু ওয়ার্ডের মানুষ রুখে  দিয়েছে তা। এই জয় ওয়ার্ডবাসীর জয়, রামপুরহাট শহরের মানুষের জয়। আমার ওয়ার্ডের যারা দল-মত জাতি-ধর্ম নির্বিশেষে আমাকে সমর্থন করেছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।'' (তথ্য ও ছবি: অক্ষয় ধীবর)
সেখান থেকে বেরোতেই লাল আবিরে তাঁকে রাঙিয়ে তুললেন কর্মীরা। সিপিআইএম-এর বিজয়ী প্রার্থী সঞ্জীব মল্লিক বলেন, ''তৃণমূল ভেবেছিল দুষ্কৃতীদের নিয়ে ওই ওয়ার্ডকে দখল করবে। কিন্তু ওয়ার্ডের মানুষ রুখে দিয়েছে তা। এই জয় ওয়ার্ডবাসীর জয়, রামপুরহাট শহরের মানুষের জয়। আমার ওয়ার্ডের যারা দল-মত জাতি-ধর্ম নির্বিশেষে আমাকে সমর্থন করেছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।'' (তথ্য ও ছবি: অক্ষয় ধীবর)
advertisement
advertisement
advertisement