Bengali News: নতুন রূপে কবিগুরুর বোলপুর স্টেশন

Last Updated:
বিখ্যাত শিল্পীদের আঁকা ছবির রেপ্লিকার মাধ্যমে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে বোলপুর স্টেশন
1/5
এবার কবিগুরুর শান্তিনিকেতন ঘুরে বেড়ানোর পাশাপাশি বোলপুর (শান্তিনিকেতন) রেল স্টেশনও মন কাড়বে পর্যটকদের।
এবার কবিগুরুর শান্তিনিকেতন ঘুরে বেড়ানোর পাশাপাশি বোলপুর (শান্তিনিকেতন) রেল স্টেশনও মন কাড়বে পর্যটকদের।
advertisement
2/5
নতুন করে সেজে উঠছে বোলপুর স্টেশন। যেসব দুষ্প্রাপ্য চিত্র বিভিন্ন সময়ে দেখা যেত আর্ট গ্যালারি অথবা প্রদর্শনীতে, সেই সব ছবি ফুটিয়ে তোলা হয়েছে স্টেশন চত্বরে।
নতুন করে সেজে উঠছে বোলপুর স্টেশন। যেসব দুষ্প্রাপ্য চিত্র বিভিন্ন সময়ে দেখা যেত আর্ট গ্যালারি অথবা প্রদর্শনীতে, সেই সব ছবি ফুটিয়ে তোলা হয়েছে স্টেশন চত্বরে।
advertisement
3/5
স্টেশনের সঙ্গে জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। এই নামকরণের পেছনেও রয়েছে এক বিশেষ ইতিহাস। একথা স্মরণে রেখেই বিখ্যাত শিল্পীদের আঁকা ছবি সকলকে দেখার সুযোগ করে দিতেই এমন অভাবনীয় উদ্যোগ নিয়েছেন এলাকার শিল্পীরা।
স্টেশনের সঙ্গে জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। এই নামকরণের পেছনেও রয়েছে এক বিশেষ ইতিহাস। একথা স্মরণে রেখেই বিখ্যাত শিল্পীদের আঁকা ছবি সকলকে দেখার সুযোগ করে দিতেই এমন অভাবনীয় উদ্যোগ নিয়েছেন এলাকার শিল্পীরা।
advertisement
4/5
শান্তিনিকেতনের শিল্পী ভিজিল, রেশমি রাঘবনরা জানান, কলা ভবনের স্তম্ভ হিসেবে স্বতন্ত্রভাবে চিহ্নিত হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, দিনকর কৌশিক, বিনোদ বিহারী সহ অন্যান্যরা। এসব প্রখ্যাত শিল্পীদের ছবির প্রদর্শনী হয়েছে দেশে-বিদেশে। এইসব শিল্পীদের ছবি যাত্রীদের জনসমক্ষে তুলে ধরতেই এমন প্রচেষ্টা।
শান্তিনিকেতনের শিল্পী ভিজিল, রেশমি রাঘবনরা জানান, কলা ভবনের স্তম্ভ হিসেবে স্বতন্ত্রভাবে চিহ্নিত হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, দিনকর কৌশিক, বিনোদ বিহারী সহ অন্যান্যরা। এসব প্রখ্যাত শিল্পীদের ছবির প্রদর্শনী হয়েছে দেশে-বিদেশে। এইসব শিল্পীদের ছবি যাত্রীদের জনসমক্ষে তুলে ধরতেই এমন প্রচেষ্টা।
advertisement
5/5
ট্রেন যাত্রীদের আসা-যাওয়ার মধ্যেই নিজস্ব শিল্প সৃষ্টির তুলি বোলাতে বোলাতে বোলপুর (শান্তিনিকেতন) স্টেশন চত্বরে স্থান পাচ্ছে বিখ্যাত সব ছবিগুলি। তা সহজেই মন কাড়ছে রেল যাত্রীদের।
ট্রেন যাত্রীদের আসা-যাওয়ার মধ্যেই নিজস্ব শিল্প সৃষ্টির তুলি বোলাতে বোলাতে বোলপুর (শান্তিনিকেতন) স্টেশন চত্বরে স্থান পাচ্ছে বিখ্যাত সব ছবিগুলি। তা সহজেই মন কাড়ছে রেল যাত্রীদের।
advertisement
advertisement
advertisement