Travel: খাজনা দিতে যাওয়ার সময়ই ঘটে বিপদ...হারানো ইতিহাস, সিরাজউদ্দৌলা-রাজপুতদের স্মৃতি বিজড়িত এই প্রাসাদে দেখেছেন কি? কলকাতার একেবারে কাছেই রয়েছে

Last Updated:
Bengal Historical Travel destination: নাকাশিপাড়া গ্রামে রয়েছে শতাব্দি প্রাচীন এক জমিদার বাড়ি, নবাব সিরাজউদ্দৌলার অগোচরে বানানো হয়েছিল এই বাড়ি। জেনে নিন শতাব্দী প্রাচীন এই জমিদার বাড়ির বেশ কিছু ইতিহাস।
1/6
নাকাশিপাড়া গ্রামে রয়েছে শতাব্দি প্রাচীন এক জমিদার বাড়ি, নবাব সিরাজউদ্দৌলার অগোচরে বানানো হয়েছিল এই বাড়ি। জেনে নিন শতাব্দী প্রাচীন এই জমিদার বাড়ির বেশ কিছু ইতিহাস। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
নাকাশিপাড়া গ্রামে রয়েছে শতাব্দি প্রাচীন এক জমিদার বাড়ি, নবাব সিরাজউদ্দৌলার অগোচরে বানানো হয়েছিল এই বাড়ি। জেনে নিন শতাব্দী প্রাচীন এই জমিদার বাড়ির বেশ কিছু ইতিহাস।
advertisement
2/6
নদিয়ার নাকাশিপাড়ায় রয়েছে শতাব্দী প্রাচীন এই জমিদার বাড়ি। পলাশী যুদ্ধের কিছু আগে রাজস্থান থেকে পরিশ্রমী, উদ্যোগি ও অবশ্যই বুদ্ধিমান একজন রাজপুত (রামলাল সিংহ) এসে এখানে জমিদারি পত্তন করেন।
নদিয়ার নাকাশিপাড়ায় রয়েছে শতাব্দী প্রাচীন এই জমিদার বাড়ি। পলাশী যুদ্ধের কিছু আগে রাজস্থান থেকে পরিশ্রমী, উদ্যোগি ও অবশ্যই বুদ্ধিমান একজন রাজপুত (রামলাল সিংহ) এসে এখানে জমিদারি পত্তন করেন।
advertisement
3/6
জানা যায় সিরাজউদ্দৌলা কোনও একজন স্থপতির হাত কেটে নিয়েছিলেন যাতে আর কখনও উনি নতুন কোনও স্থাপত্য তৈরি করতে না পারেন, সেই স্থপতি ঘুরতে ঘুরতে এই গ্রামে আসেন এবং একটি শর্তে এই প্রাসাদ নির্মাণে রাজি হন ওর নাম, পরিচয় গোপন রাখতে হবে। তারপরে ওঁর তদারকিতে গড়ে উঠেছিল সুদৃশ্য এই অট্টালিকা।
জানা যায়, সিরাজউদ্দৌলা কোনও একজন স্থপতির হাত কেটে নিয়েছিলেন যাতে আর কখনও উনি নতুন কোনও স্থাপত্য তৈরি করতে না পারেন, সেই স্থপতি ঘুরতে ঘুরতে এই গ্রামে আসেন এবং একটি শর্তে এই প্রাসাদ নির্মাণে রাজি হন ওর নাম, পরিচয় গোপন রাখতে হবে। তারপরে ওঁর তদারকিতে গড়ে উঠেছিল সুদৃশ্য এই অট্টালিকা।
advertisement
4/6
তখনকার দিনে খাজনা দিতে যাওয়ার জন্য ঘোড়ায় চড়ে মুর্শিদাবাদ যাওয়ার রীতি ছিল। সেই কারণে নাগাদি, পলাশী, বেলডাঙ্গা এবং মুর্শিদাবাদে আস্তাবল নির্মাণ করেছিলেন এই প্রাসাদের মালিক।
তখনকার দিনে খাজনা দিতে যাওয়ার জন্য ঘোড়ায় চড়ে মুর্শিদাবাদ যাওয়ার রীতি ছিল। সেই কারণে নাগাদি, পলাশী, বেলডাঙ্গা এবং মুর্শিদাবাদে আস্তাবল নির্মাণ করেছিলেন এই প্রাসাদের মালিক।
advertisement
5/6
একবার খাজনা দিতে যাওয়ার সময় ষড়যন্ত্রীরা ঘোড়াদের খাবারে বিষ প্রয়োগ করে, ফলে মুর্শিদাবাদের পৌঁছানোর দেরি হয়ে যায়। তখন ইংরেজ আমল, সদ্য চালু হয়েছে সূর্যাস্ত আইন। নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে খাজনা জমা না করলেই মহল হাত বদল হয়ে যায়। সেই আইনের গেরোয় অনেক টাকা জরিমানা দিতে হয়েছিল।
একবার খাজনা দিতে যাওয়ার সময় ষড়যন্ত্রীরা ঘোড়াদের খাবারে বিষ প্রয়োগ করে, ফলে মুর্শিদাবাদের পৌঁছানোর দেরি হয়ে যায়। তখন ইংরেজ আমল, সদ্য চালু হয়েছে সূর্যাস্ত আইন। নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে খাজনা জমা না করলেই মহল হাত বদল হয়ে যায়। সেই আইনের গেরোয় অনেক টাকা জরিমানা দিতে হয়েছিল।
advertisement
6/6
জেলার বহু উন্নয়নের কাজে আর্থিক সাহায্য করেছিলেন এই বংশের লোকেরা। কৃষ্ণনগর গভঃমেন্ট কলেজ তৈরির সময় এরা একটা বড় রকম আর্থিক সাহায্য করেছিলেন সেইজন্য আজও ছাত্র ভর্তিতে এই বাড়ির কোটা আছে
জেলার বহু উন্নয়নের কাজে আর্থিক সাহায্য করেছিলেন এই বংশের লোকেরা। কৃষ্ণনগর গভঃমেন্ট কলেজ তৈরির সময় এরা একটা বড় রকম আর্থিক সাহায্য করেছিলেন সেইজন্য আজও ছাত্র ভর্তিতে এই বাড়ির কোটা আছে (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
advertisement
advertisement