Mobile Viral: দুর্বল মুহূর্তে আবাগে ভেসে নগ্ন ছবি মোবাইলে শেয়ার করছেন? চরম বিপদে পড়বেন, সাবধান
- Reported by:KOUSHIK ADHIKARY
- hyperlocal
Last Updated:
Nude photo on mobile: তবে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে মোবাইলে ভিডিও ছবি তুলে থাকলে চরম শাস্তি হতে পারে
advertisement
কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কারুল ইসলাম জানিয়েছেন, প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী নিজেরা সহবাস করতে গেছেন তখন নিজেরা মোবাইলে ছবি তুলে থাকেন। দীঘা বা মন্দারমনি, দার্জিলিং যে কোন জায়গায় বেড়াতে গিয়ে নিজেরা ছবি তুলে থাকেন। বা কেও দুরত্বের মধ্যে থাকে। আর কম বয়সী স্বামী স্ত্রী ছেলে মেয়ে ডিজিটাল যুগে নিজস্ব ব্যক্তিগত ছবি লেনদেন করে থাকেন।
advertisement
কিন্তু এখন প্রেম বা বিবাহ 'চিনা' মোবাইলের মতো। প্রেম বা ভালোবাসা বিচ্ছেদ হলেই বাঁধে বিপত্তি। মানুষের ছবি তখন সোশ্যাল মিডিয়াতেই ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকেন। আর যার কারণে আত্মহত্যার পথ বেছে নেয় অনেকেই। তবে প্রত্যক মানুষের একটা নিজস্ব আত্ম মর্যাদা বোধ ও সম্মান আছে। ভালবেসে ছবি তোলে বিপত্তি ঘটে থাকে। নগ্ন ভিডিও বা ছবি দেখিয়ে ব্ল্যাক মেল করা হয়ে থাকে অনেক ক্ষেত্রেই।
advertisement
তবে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে মোবাইলে ভিডিও ছবি তুলে থাকলে চরম শাস্তি হতে পারে। এই মামলা অত্যন্ত ভয়ানক। খুনের থেকেও চরম শাস্তি হতে পারে। মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। বর্তমানে এই রকম ভয়ানক ভাবে মামলা আসছে নিত্যদিন। অনেক মহিলা ৪৯৮ ধারায় মামলা করে, তা আর তা প্রমানিত হলে চরম শাস্তি হতে পারে।
advertisement