Baruipur Waterlogged: নিম্নচাপের রাতভর বৃষ্টিতে নাজেহাল বারুইপুর, জমা জলে এ কী ছবি! পুজোর আগে কপালে ভাঁজ উদ্যোক্তাদের

Last Updated:
হাতেগোনা আর কয়েক দিন বাকি দুর্গাপূজার, তার আগে বৃষ্টিতে পুজো উদ্যোক্তাদের কপালে ভাঁজ। কীভাবে শেষ করবেন মণ্ডপের কাজ তা ভেবে উঠতে পারছেন না উদ্যোক্তারা।
1/6
হাতেগোনা আর কয়েক দিন বাকি দুর্গাপূজার, তার আগে বৃষ্টিতে পুজো উদ্যোক্তাদের কপালে ভাঁজ। কীভাবে শেষ করবেন মণ্ডপের কাজ তা ভেবে উঠতে পারছেন না উদ্যোক্তারা। রাতভর বৃষ্টিতে জল জমে বিপত্তি মণ্ডপের সামনে। মূলত বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণেই এমন ভয়ঙ্কর পরিস্থিতি। (তথ্য ও ছবি: সুমন সাহা)
হাতেগোনা আর কয়েক দিন বাকি দুর্গাপূজার, তার আগে বৃষ্টিতে পুজো উদ্যোক্তাদের কপালে ভাঁজ। কীভাবে শেষ করবেন মণ্ডপের কাজ তা ভেবে উঠতে পারছেন না উদ্যোক্তারা। রাতভর বৃষ্টিতে জল জমে বিপত্তি মণ্ডপের সামনে। মূলত বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণেই এমন ভয়ঙ্কর পরিস্থিতি। (তথ্য ও ছবি: সুমন সাহা)
advertisement
2/6
বারুইপুরের পুরসভা এলাকার ২, ৩, ৪, ৬, ১০, ১১, ১৩, ১৪, ১৫, ১৭ নম্বর ওয়ার্ড জলমগ্ন। অনেক জায়গায় অলিগলিতে, বাড়িতেও জল ঢুকেছে। নাজেহাল বাসিন্দারা।
বারুইপুরের পুরসভা এলাকার ২, ৩, ৪, ৬, ১০, ১১, ১৩, ১৪, ১৫, ১৭ নম্বর ওয়ার্ড জলমগ্ন। অনেক জায়গায় অলিগলিতে, বাড়িতেও জল ঢুকেছে। নাজেহাল বাসিন্দারা।
advertisement
3/6
বারুইপুরের ৪ ও ১৪ নম্বর ওয়ার্ড ১৫ নম্বর ওয়ার্ড হাসপাতালে যাওযার রাস্তা জলের তলায়, হাঁটুর উপরে জল দিয়ে যেতে হচ্ছে হসপিটালে। বিরল দৃশ্যমান ছবি ধরা পড়েছে।
বারুইপুরের ৪ ও ১৪ নম্বর ওয়ার্ড ১৫ নম্বর ওয়ার্ড হাসপাতালে যাওযার রাস্তা জলের তলায়, হাঁটুর উপরে জল দিয়ে যেতে হচ্ছে হসপিটালে। বিরল দৃশ্যমান ছবি ধরা পড়েছে।
advertisement
4/6
বারুইপুর মদারাট গ্রাম পঞ্চায়েতে মাদারাট পপুলার অ্যাকাডেমি স্কুলের সামনেই জলে জলমগ্ন হয়ে আছে। ছাত্র-ছাত্রীরা যাতায়াতে অসুবিধে এবং সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে চার চাকা গাড়ির, অটো, টোটো, ভ্যান রিক্সা যাতায়াতের অসুবিধা।
বারুইপুর মদারাট গ্রাম পঞ্চায়েতে মাদারাট পপুলার অ্যাকাডেমি স্কুলের সামনেই জলে জলমগ্ন হয়ে আছে। ছাত্র-ছাত্রীরা যাতায়াতে অসুবিধে এবং সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে চার চাকা গাড়ির, অটো, টোটো, ভ্যান রিক্সা যাতায়াতের অসুবিধা।
advertisement
5/6
বারুইপুর পুরসভার কাউন্সিলর বলেন, তিনটি পাম্প চলছে। আরও চালানো হবে। বারুইপুরের মদারাট পপুলার অ্যাকাডেমি স্কুলের সামনে জল জমে থাকায় পড়ুয়াদের স্কুলে ঢুকতে নাজেহাল হতে হয়। জল জমে যাওযায় গাড়ি চলাচল কম হয়।
বারুইপুর পুরসভার কাউন্সিলর বলেন, তিনটি পাম্প চলছে। আরও চালানো হবে। বারুইপুরের মদারাট পপুলার অ্যাকাডেমি স্কুলের সামনে জল জমে থাকায় পড়ুয়াদের স্কুলে ঢুকতে নাজেহাল হতে হয়। জল জমে যাওযায় গাড়ি চলাচল কম হয়।
advertisement
6/6
জলমগ্ন মহেশতলা বেহাল নিকাশি ব্যবস্থার কারণে একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে চরম দুর্ভোগে বাসিন্দারা ১৯ নম্বর ওয়ার্ডের আকড়া রহমতি পাড়ার বাসিন্দাদের অভিযোগ বেহাল নিকাশির কারণে জলমগ্ন এলাকা বাড়ির দোকান ঘর রাস্তায় হাঁটু সমান জল চরম দুর্ভোগে বাসিন্দারা। (তথ্য ও ছবি: সুমন সাহা)
জলমগ্ন মহেশতলা বেহাল নিকাশি ব্যবস্থার কারণে একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে চরম দুর্ভোগে বাসিন্দারা ১৯ নম্বর ওয়ার্ডের আকড়া রহমতি পাড়ার বাসিন্দাদের অভিযোগ বেহাল নিকাশির কারণে জলমগ্ন এলাকা বাড়ির দোকান ঘর রাস্তায় হাঁটু সমান জল চরম দুর্ভোগে বাসিন্দারা। (তথ্য ও ছবি: সুমন সাহা)
advertisement
advertisement
advertisement