অ্যাম্বুলেন্স আছে, কিন্তু চলে না! জরুরি রোগীকে বাঁচাতে দেরি! পরিষেবা পেতে কালঘাম ছুটছে
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Aniket Bauri
Last Updated:
এলাকায় তিনটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকাতেও গ্রামের মানুষকে বাইরে থেকে ভাড়া করতে হচ্ছে অ্যাম্বুলেন্স।
একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে, চলাফেরা না করায় সমস্যা এলাকার মানুষের। জরুরী পরিষেবার জিনিস এখন জরাজীর্ণভাবে দাঁড়িয়ে রয়েছে! এলাকার মানুষের জরুরি পরিষেবার জন্য দেওয়া হয়েছিল অ্যাম্বুলেন্স। তবে এই অ্যাম্বুলেন্সগুলি এখন ভগ্ন ও জোড়াজীর্ণ অবস্থায় রয়েছে। <strong>(ছবি ও তথ্য: অনিকেত বাউরী)</strong>
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তৎকালীন সময়ে সুস্মিতা বাউরী সাংসদ থাকা কালিন ছাঁন্দার গ্রামের মনসামঙ্গল ক্লাবে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। এই ক্লাবের সদস্য বিশ্বনাথ ঘোষ জানিয়েছেন, অ্যাম্বুলেন্সটি এখন জরাজীর্ণ ও ভগ্ন অবস্থায় রয়েছে। তিনিও এই অ্যাম্বুলেন্স মেরামত বা নতুন অ্যাম্বুলেন্স এর দাবি জানাচ্ছেন। (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
advertisement