Kick Boxing: ফ্রিস্টাইল কিকবক্সিং-এ সোনার পদক জয় বর্ধমানের দীপান্বেষের, জেলার ছেলের বড়সড় সাফল্য
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Kick Boxing : ফার্স্ট বেঙ্গল ফ্রি স্টাইল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে আবারও সাফল্য বর্ধমানের দীপান্বেষের। স্বর্ণপদক জয়ের পাশাপাশি ন্যাশনালেদের জন্যও সিলেক্ট হয়েছেন তিনি।
advertisement
advertisement
দীপান্বেষ দাস জানান, এটা স্ট্রেট টুর্নামেন্ট ছিল, এখানে পূর্ব বর্ধমান থেকে আমি একাই অংশগ্রহণ করেছিলাম। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিক বক্সিং ফর্মের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল। আমি সাভাত থেকে অংশগ্রহণ করেছিলাম, অনেকেই মোইথাই থেকে অংশগ্রহণ করেছিল। আমার ক্যাটাগরিতে তিন জন ছিল। প্রথম ম্যাচটি আমার মোইথাই প্লেয়ারের সঙ্গে হয়। সেখানে আমি জয়ী হই। তার পর ফাইনালে জিতি।
advertisement
advertisement