Kick Boxing: ফ্রিস্টাইল কিকবক্সিং-এ সোনার পদক জয় বর্ধমানের দীপান্বেষের, জেলার ছেলের বড়সড় সাফল্য

Last Updated:
Kick Boxing : ফার্স্ট বেঙ্গল ফ্রি স্টাইল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে আবারও সাফল্য বর্ধমানের দীপান্বেষের। স্বর্ণপদক জয়ের পাশাপাশি ন্যাশনালেদের জন্যও সিলেক্ট হয়েছেন তিনি।
1/5
ফার্স্ট বেঙ্গল ফ্রি স্টাইল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে আবারও সাফল্য বর্ধমানের দীপান্বেষের। স্বর্ণপদক জয়ের পাশাপাশি ন্যাশনালেদের জন্যও সিলেক্ট হয়েছে সে। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
ফার্স্ট বেঙ্গল ফ্রি স্টাইল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে আবারও সাফল্য বর্ধমানের দীপান্বেষের। স্বর্ণপদক জয়ের পাশাপাশি ন্যাশনালের জন্যও সিলেক্ট হয়েছে সে। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
2/5
কলকাতার পার্ক সার্কাসের অনুষ্ঠিত হয় রাজ্যস্তরের ফ্রিস্টাইল কিকবক্সিং প্রতিযোগিতা। পূর্ব বর্ধমানের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। যেখানে সাব জুনিয়র, জুনিয়র ও সিনিয়র বিভাগের অংশগ্রহণ করেছিলেন তারা।
কলকাতার পার্ক সার্কাসের অনুষ্ঠিত হয় রাজ্যস্তরের ফ্রিস্টাইল কিকবক্সিং প্রতিযোগিতা। পূর্ব বর্ধমানের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। যেখানে সাব জুনিয়র, জুনিয়র ও সিনিয়র বিভাগের অংশগ্রহণ করেছিলেন তারা।
advertisement
3/5
দীপান্বেষ দাস জানান, এটা স্ট্রেট টুর্নামেন্ট ছিল,এখানে পূর্ব বর্ধমান থেকে আমি একাই অংশগ্রহণ করেছিলাম। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিক বক্সিং ফর্মের প্রতিযোগীরা গ্রহণ করেছিল। আমি সাভাত থেকে অংশগ্রহণ করেছিল এবং অনেকেই মোইথাই থেকে অংশগ্রহণ করেছিল। আমার ক্যাটাগরিতে তিন জন ছিল। প্রথম ম্যাচটি আমার মোইথাই প্লেয়ারের সঙ্গে হয় সেখানে আমি জয়ী হই। তারপর ফাইনালে আমি জয়ী হই।
দীপান্বেষ দাস জানান, এটা স্ট্রেট টুর্নামেন্ট ছিল, এখানে পূর্ব বর্ধমান থেকে আমি একাই অংশগ্রহণ করেছিলাম। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিক বক্সিং ফর্মের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল। আমি সাভাত থেকে অংশগ্রহণ করেছিলাম, অনেকেই মোইথাই থেকে অংশগ্রহণ করেছিল। আমার ক্যাটাগরিতে তিন জন ছিল। প্রথম ম্যাচটি আমার মোইথাই প্লেয়ারের সঙ্গে হয়। সেখানে আমি জয়ী হই। তার পর ফাইনালে জিতি।
advertisement
4/5
এই প্রতিযোগিতা থেকে আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে এবং আমি ন্যাশনালের জন্য সিলেক্টও হয়েছি। বর্তমান প্রজন্মকে একটাই বার্তা দিতে চাইব, যে স্টাইকিং মার্সলেআর্ট গুলি আছে সেগুলি আমাদের মাইন্ড খুব সার্প করে এবং আমাদের শারীরিক শক্তি বেশি মানসিক শক্তিকে আরও শক্তিশালী করতে সাহায্য করে। সেই ক্ষেত্রে একটা ওভারঅল ডেভেলপমেন্ট হয়।
তিনি আরও বলেন, এই প্রতিযোগিতা থেকে আমার খুব ভাল অভিজ্ঞতা হয়েছে। আমি ন্যাশনালের জন্য সিলেক্টও হয়েছি। বর্তমান প্রজন্মকে একটাই বার্তা দিতে চাইব, স্টাইকিং মার্সল আর্ট আমাদের মাইন্ড খুব সার্প করে এবং আমাদের শারীরিক শক্তি বাড়াতে সাহায্য করে। ফলে একটা ওভারঅল ডেভেলপমেন্ট হয়।
advertisement
5/5
পড়াশোনার পাশাপাশি এইটা যদি কেউ করতে পারে তাহলে তারা উপকৃত হবে। তাই বর্তমান প্রজন্মকে বলব তারা যেন পড়াশোনার পাশাপাশি মার্সলেআর্ট কেউ যেন বেছে নেয়। এতে মেন্টালি এবং ফিজিক্যালি দুই ভাবেই ফিট থাকবে তারা। পাশাপাশি আত্মরক্ষারও একটা কৌশল হিসেবে কাজ করবে। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
পড়াশোনার পাশাপাশি এই খেলা শিশুদের সার্বিক বিকাশে সাহায্য করে। তাই বর্তমান প্রজন্মের পড়াশোনার পাশাপাশি মার্সল আর্ট বেছে নেওয়া উচিত বলে তিনি মনে করেন। পাশাপাশি এটি আত্মরক্ষারও একটা কৌশল হিসেবেও কাজ করতে পারে। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement