দোল উৎসবে আপনার ডেস্টিনেশন হতেই পারে পলাশে ঢাকা বরন্তি

Last Updated:
পুরুলিয়া জেলার সানতুরি ব্লকের একটি গ্রাম বরন্তি। বরন্তির একদিকে বিহারিনাথ পাহাড়।
1/6
*সামনেই দোল উৎসব। পলাশ ঢাকা পথে বসন্ত উৎসব কাটানোর থেকে বেশি রোমান্টিসিজম আর কী বা হতে পারে? তাই দোলে আপনার প্রিয়জনের সঙ্গে পৌঁছে যেতেই পারেন বরন্তি।  এলোমেলো দিন, গভীর অনন্ত হ্রদের শান্ত রূপ, এদিকে ওদিকে ছড়ানো ছিটানো পাহাড়, টিলা সব ই পেয়ে যাবেন একসঙ্গে। ছবি- সংগৃহীত।
*সামনেই দোল উৎসব। পলাশ ঢাকা পথে বসন্ত উৎসব কাটানোর থেকে বেশি রোমান্টিসিজম আর কী বা হতে পারে? তাই দোলে আপনার প্রিয়জনের সঙ্গে পৌঁছে যেতেই পারেন বরন্তি। এলোমেলো দিন, গভীর অনন্ত হ্রদের শান্ত রূপ, এদিকে ওদিকে ছড়ানো ছিটানো পাহাড়, টিলা সব ই পেয়ে যাবেন একসঙ্গে। ছবি- সংগৃহীত।
advertisement
2/6
*কলকাতা থেকে বরন্তি যেতে সময় লাগবে ৫-৬ ঘণ্টা। আসানসোল শাখার লোকাল ট্রেনে পৌঁছে যেতে হবে মুরাডি স্টেশন। সেখান থেকে পলাশ বিছানো পথে বরন্তি পৌঁছে যাবেন কিছুক্ষণের মধ্যেই। ছবি- সংগৃহীত।
*কলকাতা থেকে বরন্তি যেতে সময় লাগবে ৫-৬ ঘণ্টা। আসানসোল শাখার লোকাল ট্রেনে পৌঁছে যেতে হবে মুরাডি স্টেশন। সেখান থেকে পলাশ বিছানো পথে বরন্তি পৌঁছে যাবেন কিছুক্ষণের মধ্যেই। ছবি- সংগৃহীত।
advertisement
3/6
*পুরুলিয়া জেলার সানতুরি ব্লকের একটি গ্রাম বরন্তি। বরন্তির একদিকে বিহারিনাথ পাহাড়। অন্যদিকে, পাঞ্চেত ড্যাম। কাছেই রয়েছে কল্যানেশ্বরী মন্দির। ছবি- সংগৃহীত।
*পুরুলিয়া জেলার সানতুরি ব্লকের একটি গ্রাম বরন্তি। বরন্তির একদিকে বিহারিনাথ পাহাড়। অন্যদিকে, পাঞ্চেত ড্যাম। কাছেই রয়েছে কল্যানেশ্বরী মন্দির। ছবি- সংগৃহীত।
advertisement
4/6
*ট্রেক করতে ভালবাসলে দন্ডাহিত পাহাড়ে ট্রেক করুন। পাহাড়ের উপর থেকে দেখুন সূর্যাস্ত। ছবি- সংগৃহীত।
*ট্রেক করতে ভালবাসলে দন্ডাহিত পাহাড়ে ট্রেক করুন। পাহাড়ের উপর থেকে দেখুন সূর্যাস্ত। ছবি- সংগৃহীত।
advertisement
5/6
*কোথায় থাকবেন: অনেক রিসর্ট আছে এখানে, আকাশমণি, পলাশ বাড়ি, লেক হিল রিসর্ট, বরন্তি ভিলেজ রিসর্ট প্রভৃতি। বরন্তি ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার স্টাডি হাট রয়েছে। সেখানেও চাইলেই থাকতে পারেন। ছবি- সংগৃহীত।
*কোথায় থাকবেন: অনেক রিসর্ট আছে এখানে, আকাশমণি, পলাশ বাড়ি, লেক হিল রিসর্ট, বরন্তি ভিলেজ রিসর্ট প্রভৃতি। বরন্তি ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার স্টাডি হাট রয়েছে। সেখানেও চাইলেই থাকতে পারেন। ছবি- সংগৃহীত।
advertisement
6/6
*কীভাবে যাবেন: হাওড়া-চক্রধরপুর প্যাসেঞ্জারে পৌঁছন আদ্রা স্টেশনে। আদ্রা থেকে লোকাল ট্রেনে চলে যান মুরাডি স্টেশনে। অথবা যে কোনও লোকাল ট্রেনে চলে যান আসানসোল, সেখান থেকে মুরাডি স্টেশন। তারপর গাঋইতে ৬ কিলোমিটার পেরিয়ে পৌঁছে যান বরন্তি। ছবি- সংগৃহীত।
*কীভাবে যাবেন: হাওড়া-চক্রধরপুর প্যাসেঞ্জারে পৌঁছন আদ্রা স্টেশনে। আদ্রা থেকে লোকাল ট্রেনে চলে যান মুরাডি স্টেশনে। অথবা যে কোনও লোকাল ট্রেনে চলে যান আসানসোল, সেখান থেকে মুরাডি স্টেশন। তারপর গাঋইতে ৬ কিলোমিটার পেরিয়ে পৌঁছে যান বরন্তি। ছবি- সংগৃহীত।
advertisement
advertisement
advertisement